ইবনে জারির
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান স্তম্ভ, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. জাহিদ।

গৃহবধূ থেকে রাজনীতির ‘হাইওয়ে’তে: ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণকারী খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে ১৯৮১ সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সৃষ্ট পরিস্থিতি তাকে রাজনীতির কঠিন পথে টেনে আনে। ১৯৮২ সালের ২ জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ‘আপোষহীন’ উপাধি: জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন এক মূর্ত প্রতীক। ১৯৮৩ সালে সাত দলীয় জোট গঠন করে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন। ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াত অংশ নিলেও খালেদা জিয়া তা বর্জন করেন। তার এই অনড় অবস্থানের কারণে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তাকে সাতবার আটক হতে হয়। এরশাদবিরোধী আন্দোলনে তার এই ভূমিকার জন্যই তিনি ‘আপোষহীন নেত্রী’ হিসেবে খ্যাতি অর্জন করেন।

রাষ্ট্র পরিচালনায় নারী নেতৃত্বের ইতিহাস: ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান। তার শাসনামলে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে।

  • অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন: তার মেয়াদে তৈরি পোশাকশিল্পে ব্যাপক প্রবৃদ্ধি ঘটে এবং প্রায় দুই লাখ নারী এই খাতে যুক্ত হন। তিনি অবৈতনিক প্রাথমিক শিক্ষা, দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তি চালু করেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করেন।

  • কূটনৈতিক সাফল্য: জাতিসংঘে গঙ্গার পানি বণ্টন এবং হোয়াইট হাউসে রোহিঙ্গা ইস্যু জোরালোভাবে উত্থাপন করেন তিনি।

নির্বাচনী রেকর্ড: বেগম জিয়া বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক অনন্য রেকর্ডের অধিকারী। তিনি ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত যতবার নির্বাচনে অংশ নিয়েছেন, কখনোই কোনো আসেনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত পাঁচটি করে এবং ২০০৮ সালে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়লাভ করেন।

শেষ জীবন ও বিদায়: ২০০৭ সালে ১/১১-এর সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং তার পরিবারকে নির্বাসনে পাঠানোর চেষ্টা চলে। পরবর্তীতে বিভিন্ন আইনি জটিলতা ও অসুস্থতার সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে ইতি ঘটল বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে জামায়াত’

1

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

2

ইসলামের দৃষ্টিতে রিজিক বৃদ্ধির আধ্যাত্মিক রহস্য

3

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

4

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

5

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

6

জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়: প্রধান উপদে

7

ওসমান হাদিকে গুলি: নিন্দা ও ক্ষোভ প্রকাশ তারেক রহমানের

8

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

9

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

10

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান

11

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

12

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

13

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

14

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

15

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

16

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

17

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

18

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

19

হলফনামায় হান্নান মাসউদের মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ টাকা

20
সর্বশেষ সব খবর