রকিব মুহাম্মদ
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে ফাঁসাতে বসতঘরে চুরির নাটক!

মুন্সীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে ফাঁসাতে বসতঘরে চুরির নাটক!

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মহেশপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যাংক কর্মকর্তাকে ফাঁসাতে নিজ বসতঘরে চুরির নাটক সাজিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে নাজমুল হাসান সাগর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত সাগর সেনাবাহিনীর একজন কর্পোরাল হিসেবে কর্মরত রয়েছেন।

সরেজমিনে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা ও উত্তরা ব্যাংকের মাধবদী শাখার সহকারী অ্যাকাউন্ট অফিসার মোঃ আবুল হোসেনের সাথে নাজমুল হাসান সাগরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। গত ১১ জানুয়ারি দিবাগত রাতে সাগরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। আবুল হোসেনের দাবি, এই চুরির ঘটনাটি সাজানো এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও আইনি ঝামেলায় ফেলতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।

আবুল হোসেন অভিযোগ করেন, “সাগর তার পদের প্রভাব খাটিয়ে আমার সীমানার ৪-৫ হাত জায়গা দখল করে ঘর তুলেছেন। প্রতিবাদ করায় ৫-৬ মাস আগে আমাকে বেধড়ক মারধরও করা হয়েছে। এখন নিজেকে বাঁচাতে এবং আমাকে জমি থেকে উচ্ছেদ করতে তিনি চুরির নাটক সাজিয়ে অপপ্রচার চালাচ্ছেন।”

তবে চুরির বিষয়ে সাগরের স্ত্রী জানান, তারা কাউকেই সরাসরি দোষারোপ করেননি, শুধু চুরির কথা পুলিশকে জানিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত নাজমুল হাসান সাগর জমি দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, “গ্রামের মানুষ দিয়ে সীমানা নির্ধারণ করে আমি ঘর তুলেছি। চুরির ঘটনায় আবুল হোসেনের নেতৃত্ব ছিল এমনটা বলিনি, তবে তার হাত থাকতে পারে বলে সন্দেহ করছি।”

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মতে, ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন অধিকাংশ সময় কর্মস্থলে ও শহরের বাসায় থাকেন। গ্রামের মানুষের ধারণা, জমি বিরোধের জেরে তাকে ফাঁসানোর অপচেষ্টা চলছে। মাকসুদা বেগম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “আবুল হোসেন গ্রামে থাকেন না। চুরির ঘটনায় তাকে জড়ানোর চেষ্টাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।”

মুন্সীগঞ্জ সদর থানার এসআই খালেকুজ্জামান জানান, একটি অজ্ঞাতনামা চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগকারী চুরির দাবি করলেও এলাকাবাসী একে ‘সাজানো নাটক’ হিসেবে অভিহিত করছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের দৃষ্টিতে রিজিক বৃদ্ধির আধ্যাত্মিক রহস্য

1

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

2

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

3

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্যসহ নিহত ৩

4

সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক, নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিল

5

গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায়

6

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

7

কিশোরগঞ্জে প্রতিক বরাদ্ধের আগেই প্রচার চালিয়ে আচরণবিধির গণলঙ

8

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরো

9

বিক্ষোভের মুখে চট্টগ্রামে মনোনয়ন বদল: আশার আলো দেখছেন কিশোরগ

10

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

11

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

12

১ দফা দাবিতে সিরাজগঞ্জে রেলওয়ে কর্মচারীদের প্রতীকী অনশন কর্

13

গুজব ঠেকাতে বিশেষ সাইবার সেলের যাত্রা শুরু

14

ইউরোপ—আমেরিকায় ইসলামের পুনর্জাগরণ: এক নবদিগন্তের সূচনা

15

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে ল

16

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

17

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন নির্বাপনে ৫ ইউনিট

18

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

19

শিক্ষকরা কর্মবিরতিতে গেলেও পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা

20
সর্বশেষ সব খবর