রকিব মুহাম্মদ
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১ দফা দাবিতে সিরাজগঞ্জে রেলওয়ে কর্মচারীদের প্রতীকী অনশন কর্মসূচি

১ দফা দাবিতে সিরাজগঞ্জে রেলওয়ে কর্মচারীদের প্রতীকী অনশন কর্মসূচি

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: বৈষম্যহীন নবম পে-স্কেল ঘোষণা ও সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণের ১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন রেলওয়ে সরকারি কর্মচারীরা। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা সংলগ্ন প্রেসক্লাব চত্বরে ‘রেলওয়ে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। অনশন চলাকালীন বক্তারা বর্তমান বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন এবং অতি দ্রুত নতুন বেতন স্কেল কার্যকরের দাবি জানান।

অনশন কর্মসূচিতে ঐক্য পরিষদের নেতারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও অস্বাভাবিক বাসাভাড়া বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা আজ চরম হিমশিম খাচ্ছেন। বর্তমান বেতন কাঠামো দিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ ও পরিবারের ভরণপোষণ চালানো অসম্ভব হয়ে পড়েছে। 

এই সংকট নিরসনে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বৈষম্যহীন নবম পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তারা আরও হুশিয়ারি দিয়ে বলেন, সাধারণ কর্মচারীদের এই ন্যায্য দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন তারা।

রেলওয়ে কর্মচারী মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের রায়পুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. ইসমাইল হোসেন, ট্রেন সহকারী মো. হাফিজুল ইসলাম, সয়দাবাদ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মনিরুজ্জামান, এসএম মো. রেজাউল করিম এবং জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. আব্দুল হালিমসহ অনেকে। 

কর্মসূচিতে জেলার বিভিন্ন স্তরের রেলওয়ে কর্মচারীরা অংশ নিয়ে তাদের দাবির পক্ষে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। বক্তারা অবিলম্বে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করে ১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

1

মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে গণতন্ত্রকামী ম

2

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, বিএনপি থেকে নির্বা

3

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

4

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

5

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

6

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

7

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

8

ইয়েমেনে সামরিক হামলা করবে সৌদি নেতৃত্বাধীন জোট

9

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

10

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

11

বিক্ষোভের মুখে চট্টগ্রামে মনোনয়ন বদল: আশার আলো দেখছেন কিশোরগ

12

পহেলা অগ্রহায়ণকে ‘নববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা ডাকসুর

13

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

14

ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনী

15

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

16

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

17

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

18

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

19

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

20
সর্বশেষ সব খবর