মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইদহ শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। আজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও জনবহুল এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে এই নিরাপত্তা কার্যক্রম শুরু করা হয়।
সরেজমিনে দেখা যায়, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা শহরের কৌশলগত পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন। নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ এবং সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সহিংসতা মোকাবিলায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দেখা গেছে।
জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে জেলার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করাই এই তৎপরতার মূল লক্ষ্য। স্থানীয় জনগণের মনে আস্থা ফেরাতে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ বজায় রাখতে এই বিশেষ নিরাপত্তা অভিযান ও চেকপোস্ট কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন