কয়রা (খুলনা) সংবাদদাতা: খুলনার কয়রা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ইটভাটা শ্রমিকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পশ্চিম দেয়াড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকের নাম জাহাঙ্গীর মোল্লা, তিনি ওই এলাকার জোনাব আলী মোল্লার ছেলে। এ ঘটনায় ওই পরিবারের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যাওয়ায় বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে রান্নার কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা পরিবারের সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে জাহাঙ্গীর মোল্লার চোখের সামনেই তার একমাত্র মাথা গোঁজার ঠাঁই এবং ঘরের সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততোক্ষণে সব কিছু পুড়ে নিঃশেষ হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত শ্রমিক জাহাঙ্গীর মোল্লা কান্নাজড়িত কণ্ঠে জানান, আগুন লাগার পর পরিবারের সদস্যদের নিয়ে কোনোমতে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বের হতে পেরেছেন। কিন্তু ইটভাটায় হাড়ভাঙা পরিশ্রম করে জমানো নগদ ৬০ হাজার টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি। পরনের কাপড় ছাড়া বর্তমানে তাদের আর কিছুই অবশিষ্ট নেই। তার দাবি, আগুনে পুড়ে যাওয়ার ফলে তার পরিবারের আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে জাহাঙ্গীর মোল্লা ও তার পরিবার এখন চরম দুর্ভোগের শিকার। একটি দিনমজুর পরিবারের পক্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। অসহায় এই পরিবারের জন্য জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি পর্যায়ের সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন