তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম। তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীর শিক্ষার্থী কুলসুমা আনজুম জুই বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদিরের যৌথ স্বাক্ষরিত এক পত্রে এই ফলাফল ঘোষণা করা হয়। উল্লেখ্য, মুফতি শামছুল ইসলাম এর আগেও ২০২৩ সালে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন।
অধ্যক্ষ শামছুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গাজীপুর গ্রামে। তিনি ১৯৯৪ সালে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ২০১০ সাল থেকে উপাধ্যক্ষ এবং ২০১৭ সাল থেকে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তার সুযোগ্য নেতৃত্বে মাদ্রাসাটি বর্তমানে একটি উন্নত ও আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
শিক্ষকতার পাশাপাশি মুফতি শামছুল ইসলাম দীর্ঘ ৩৩ বছর ধরে মৌলভীবাজার জেলা জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৩ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জাতীয় ইমাম সমিতি ও বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলা শাখার সভাপতিসহ জেলা আইনশৃঙ্খলা কমিটি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার এই সাফল্যে মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ জেলার সচেতন মহলে আনন্দের জোয়ার বইছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন