সাঈদ পান্থ, বরিশাল:
বরিশালে বিপুল পরিমাণ জাল টাকা সহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে বরিশাল নগরীর বগুড়া রোড, ভাটিখানা মৃধাবাড়ী এবং নতুল্লাবাদ গনি ভবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক কিশোর।
আটকৃতরা হলেন, ভোলার চরনোয়াবাদ এলাকার ফরাজী বাড়ির সেলিম ফরাজির পুত্র শাওন ফরাজী, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুরের সোহেল আকনের ছেলে আলি আকন, বরিশাল সদর উপজেলার মাধবপাশার হাওলাদার বাড়ির মিজানুর রহমানের ছেলে তানভীর রেদওয়ান, আগৈলঝারা উপজেলার মহিউদ্দিন সরদার ছেলে আলভি ইসলাম সাইফ।
তাদের কাছ থেকে জাল টাকা বানাতে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টারসহ ৩টি ডিভাইস জব্দ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ ফিরোজ আলম জানান, নগরীর বগুড়া রোড এলাকায় শাওন ফরাজী ও আলি আকন ফুচকা দোকানে ১০০ টাকার জাল নোট ব্যবহার করেন। সেই তথ্যের ভিত্তিতে বাকি দুজনকেও আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ ও ৫০০ টাকার মোট ৫৩,৮০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন