সায়মন সরওয়ার, কক্সবাজার উত্তর প্রতিনিধি: কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় তীব্র শীতে কষ্টে থাকা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহায়তায় ও অনলাইন প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে এলাকার পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু তাহের বলেন, উপজেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। সীমিত সাধ্যের মধ্যেও এলাকার দরিদ্র মানুষের সন্নিকটে আসতে পেরে আমরা ধন্য। সমাজের সচেতন মহলের সুপরামর্শে এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে প্রশাসন কাজ করে যেতে চায় এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজে সহযোগিতার হাত আরও প্রসারিত করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও ক্লাবের পক্ষ থেকে সাধ্যমতো জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাহ মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঈদগাঁওর সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক নুরুল আমিন, ঈদগাহ মেডিকেল সেন্টারের মার্কেটিং অফিসার কামাল পাশা এবং বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল করিম গুননু। ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ তৈয়ব জালাল, এম. শফিউল আলম আজাদ, সহ-সাধারণ সম্পাদক এম. আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান ও অর্থ সম্পাদক এম. ছরওয়ার সিফা প্রমুখ। সামাজিক এই মানবিক কাজে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসনকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
আর.এম/সকালবেলা
মন্তব্য করুন