ইসমাঈল আযহার
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ণিল আয়োজনে কুবিতে শুরু ‘ফিন ফেস্ট-২০২৬’

বর্ণিল আয়োজনে কুবিতে শুরু ‘ফিন ফেস্ট-২০২৬’

বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি:

কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিন ফেস্ট-২০২৬। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী সংগঠন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে কেক কাটার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আনন্দঘন শোভাযাত্রার মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান এমদাদুল হক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. মনজুর হোসাইনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দুই দিনব্যাপী এই আয়োজনে সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাডমিনটন কোর্টে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিংসহ নানা প্রতিযোগিতার অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. মনজুর হোসাইন বলেন, “সকলের সহযোগিতায় দীর্ঘদিনের পরিকল্পনার পর আমরা সফলভাবে ফিন ফেস্ট আয়োজন করতে পেরেছি। ফিন ফেস্ট উপলক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা এবং কেস কম্পিটিশনের আয়োজন করেছি। আগামীকাল এই আয়োজনের অংশ হিসেবে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।”

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এমদাদুল হক বলেন, “আজকের প্রোগ্রামটি সফল করার জন্য যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার কার্যক্রমেও এগিয়ে আছি। আমরা টানা দুইবার ফুটবলে চ্যাম্পিয়ান হয়েছি এবং কখনোই আমাদের নামে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আসেনি। আশা করি, শিক্ষার্থীরা ডিপার্টমেন্টের এই সম্মান ও গৌরব ভবিষ্যতেও অটুট রাখবেন।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “বিভিন্ন ইভেন্ট ও পুরস্কারের সমারোহে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছে, যা দেখে আমি একজন শিক্ষক হিসেবে গর্বিত। আমি নিজেও ফাইন্যান্স বিষয়ে পড়াশোনা করেছি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সের একটি কোর্স নিয়েছি; তাই এই আয়োজনের সঙ্গে নিজেকে যুক্ত মনে করি। নিঃসন্দেহে বলা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম পছন্দের তালিকায় থাকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “প্রথমেই অসুস্থতার কারণে আনন্দ রেলীতে যোগ দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। আজকের আয়োজন দীর্ঘ ছয় বছর পর ফিন্যান্স বিভাগ আবার শুরু করেছে, যা প্রশংসার দাবি রাখে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য জ্ঞান চর্চার কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করবে বলে আমি মনে করি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

1

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

2

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

3

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলি

4

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

5

সিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

6

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

7

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

8

৭৫ দেশের নাগরিকদের জন্য স্থগিত হচ্ছে মার্কিন ভিসা

9

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ প্রকা

10

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

11

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

12

শাহবাগে জুম্মার নামাজ আদায়, বাড়ছে মানুষের ঢল

13

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

14

প্রচারণায় গেলে হুমকি পাচ্ছে এনসিপির নেতারা: নাসীরুদ্দীন

15

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

16

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

17

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

18

রাজনীতি ধরে রাখবেন সাকিব আল হাসান

19

সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের

20
সর্বশেষ সব খবর