কয়রা (খুলনা) সংবাদদাতা: খুলনার উপকূলীয় জনপদ কয়রায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফোকাস এইড’। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় কয়রা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলার খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে শতাধিক এতিম, প্রতিবন্ধী, বাঘ-বিধবা ও হতদরিদ্র পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কনকনে শীতের মাঝে নতুন কম্বল ও গরম কাপড় হাতে পেয়ে উপকূলের অবহেলিত এসব মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীত উপকূলের দরিদ্র মানুষের জন্য চরম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যাদের শীত নিবারণের সক্ষমতা নেই, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফোকাস এইড স্বেচ্ছাসেবী সংগঠনের এই মানবিক উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। একইসঙ্গে তিনি উপস্থিত সকলকে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
ফোকাস এইড-এর সভাপতি রাসেল আহাম্মেদ জানান, উপকূলীয় অঞ্চলে তীব্র শীত ও শৈত্যপ্রবাহে দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়ে, যা তাদের পারিবারিক সংকটকে প্রকট করে তোলে। এই অসহায়ত্ব লাঘবে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি উপকূল ঘেঁষা অঞ্চলের এতিম ও প্রতিবন্ধীদের শীত নিবারণে কাজ করে যাচ্ছে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সরকারি প্রচেষ্টার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও এসব শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানে শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাগালী এলাকার প্রতিবন্ধী অভিরন বিবি। তিনি জানান, অর্থাভাবে শীতের কাপড় কেনা সম্ভব ছিল না, সংগঠনের পক্ষ থেকে ভ্যান পাঠিয়ে তাকে অনুষ্ঠানস্থলে নিয়ে এসে কম্বল প্রদান করায় তিনি অত্যন্ত খুশি।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এস.এম সাইফুল কবির। এছাড়াও ফোকাস এইড-এর সাধারণ সম্পাদক এস.এম মনিরুল ইসলাম, উম্মে হাবিবা, শেখ রবিউল ইসলাম, আল মামুন, উত্তমসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও উপকূলের প্রত্যন্ত অঞ্চলে তাদের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন