খুলনা ব্যুরো: খুলনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ ধর্ষিতার খালাসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে জেলার তেরখাদা উপজেলার মোকামপুর ক্যাম্প পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় লস্করপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন: মো. নাজমুল মোল্যা (৫০) এবং মোসা. রহিমা বেগম (৫০)। গ্রেফতারকৃত রহিমা বেগম সম্পর্কে ধর্ষণের শিকার ওই শিশুটির আপন খালা। আজ মঙ্গলবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও মিডিয়া ফোকাল পয়েন্ট) আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের আইসিটি বিভাগের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। গত ১৯ নভেম্বর খালা (মোসা. রহিমা বেগম) তাকে নিয়ে তার নানার বাড়িতে বেড়াতে যান। সেখানে খালার সহায়তায় গ্রেফতারকৃত মো. নাজমুল মোল্যা গত ২০ নভেম্বর শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৪ নভেম্বর তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী-২০০৩) মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে।
এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত রহিমা বেগম চারিত্রিকভাবে ভালো নন। তিনি সামান্য অর্থের বিনিময়ে নিজের বোনের মেয়েকে ধর্ষকের হাতে তুলে দেন। এই ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া শিশুটির মা তার আপন বোনকে আসামি করে মামলা দায়ের করায় তাকে গ্রেফতার করা হয়।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন