ইবনে জারির
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম মারুফ

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম মারুফ

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা ৮ দলের জোট নিয়ে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে, আসন সমঝোতা নিয়ে জোটের মধ্যে কোনো ভাঙন বা নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি, বরং আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক সকালবেলার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ

আমার দেশের সংবাদের প্রতিবাদ: বৃহস্পতিবার সন্ধ্যায় ‘আমার দেশ’ অনলাইনে ‘জামায়াত জোটে থাকছে না চরমোনাই পীর-মামুনুলের দল!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘‘এই সংবাদের শিরোনামের সঙ্গে মূল খবরের কোনো মিল নেই। নিউজের ভেতরেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং আমাদের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদের বক্তব্যে বলা হয়েছে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। অথচ শিরোনাম করা হয়েছে নেতিবাচক। সাংবাদিকতার ভাষায় এটা স্ববিরোধিতা’’।

ভাষাগত শিষ্টাচার নিয়ে প্রশ্ন: আমার দেশের ওই প্রতিবেদনে ‘চরমোনাই পীরের দল’ এবং ‘মামুনুলের দল’ শব্দচয়ন করায় ক্ষোভ প্রকাশ করেন শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেন, ‘‘চরমোনাই কোনো দলের নাম নয়, এটি একটি স্থানের নাম। ‘চরমোনাইয়ের দল’ বা ‘মামুনুলের দল’—এ ধরনের শব্দচয়ন অত্যন্ত অভদ্রোচিত এবং সাংবাদিকসুলভ নয়। দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস’’।

আসন সমঝোতা ও এনসিপি প্রসঙ্গ: জোটের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে মারুফ বলেন, ‘‘জোটের পরিসর বেড়েছে। এখন এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) যুক্ত হচ্ছে। স্বাভাবিকভাবেই নতুন দল যুক্ত হলে পুরনোদের কিছু ছাড় দিতে হবে। এটা একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। আসন সমঝোতার বিষয়টি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চলতে পারে। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ভাঙনের খবর ছড়ানো অমূলক’’।

মিডিয়ার ভূমিকা নিয়ে সমালোচনা: শেখ ফজলুল করীম মারুফ অভিযোগ করেন, গত প্রায় এক মাস ধরে নির্দিষ্ট কিছু গণমাধ্যম ইসলামী দলগুলোর ঐক্য ভাঙার জন্য নেতিবাচক সংবাদ প্রচার করছে। তিনি বলেন, ‘‘আমার মনে হয় না যারা নিউজ করছেন তারা সংবাদ যাচাই-বাছাই করছেন। বরং অনলাইন নিউজে ভিউ বাড়ানোর জন্য চটকদার শিরোনাম ব্যবহার করছেন। আমরা বারংবার বলছি, আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। টেবিলে আলোচনা হচ্ছে, কার কোনটা প্রাপ্য তা নিয়েই সিদ্ধান্ত হবে। আমরা আশাবাদী জোট ভালো কিছুর দিকেই যাচ্ছে’’।

বরিশালের দুটি আসন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘‘সেটা সময়ের সঙ্গে দেখা যাবে।’’ তবে জোট অটুট থাকার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

1

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

2

আসন নিয়ে বিরোধ মেটাতে সন্ধ্যায় মিত্রদের সঙ্গে বসছে বিএনপি

3

হাসিনার আস্থা না থাকায় মামলায় লড়বেন না পান্না

4

ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি

5

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

6

হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে এলেন জুলাইযোদ্ধারা

7

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

8

ইসি বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, শঙ্কায় প্রার্থীরা

9

শুরু হচ্ছে আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্

10

একইদিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টে

11

হজযাত্রীদের হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

12

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

13

দিল্লি যেভাবে উপস্থাপন করছে সেটা গ্রহণযোগ্য না : পররাষ্ট্র উ

14

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

15

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

16

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

17

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

18

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

19

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

20
সর্বশেষ সব খবর