মাহমুদ বিন মারুফ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের একটি তিন ধাপের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর স্থায়ী (স্ট্যাটিক) মোতায়েন, মোবাইল টিম ও কেন্দ্রীয় রিজার্ভ—এই তিনটি ধাপে নিরাপত্তা কাঠামো সাজানো হবে।

ইসি সচিব এই তিনটি ধাপের ব্যাখ্যা দিয়ে বলেন:

  • স্থায়ী (স্ট্যাটিক) মোতায়েন: এর আওতায় কেন্দ্রভিত্তিক কিছু নিরাপত্তাকর্মী থাকবেন। এর সঙ্গে বিভিন্ন স্থানে স্থায়ী বা অস্থায়ী উভয় ধরনের চেকপোস্ট থাকবে। মোবাইল চেকপোস্ট (এক জায়গায় করার পর দুই কিলোমিটার দূরে গিয়ে আবার করা) এটিও প্রকৃতিতে স্থায়ী ধরনের।

  • মোবাইল ইউনিট: এই ইউনিটগুলো বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নজরদারি করবে। তবে একটি মোবাইল ইউনিট কতগুলো কেন্দ্র দেখবে, তা এখনো সংশ্লিষ্ট বাহিনী ঠিক করেনি। ইসি সচিব বলেন, তাদের বিবেচনায় ভৌগোলিক অবস্থান, সড়ক সংযোগ ইত্যাদির ওপর নির্ভর করে এই সংখ্যা নির্ধারণ করা হবে।

  • কেন্দ্রীয় রিজার্ভ: এটি প্রধান রিজার্ভ শক্তি হিসেবে প্রস্তুত থাকবে।

আখতার আহমেদ জানান, মোতায়েন পরিকল্পনা অনুযায়ী তিনটি অংশ—স্থায়ী, মোবাইল এবং কেন্দ্রীয় রিজার্ভ—আগেই নির্ধারিত থাকবে। এখন পর্যন্ত ইসি থেকে নির্দেশনামালা দিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনী তাদের নিজস্ব বিবেচনায় তা সাজাবে। এর সঙ্গে প্রচলিত বিশেষ আঘাতকারী বাহিনীও (স্ট্রাইকিং ফোর্স) থাকবে, যাদের দ্রুত চলাচলের ক্ষমতা ও প্রতিরোধমূলক উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা সম্পর্কিত এজেন্সিগুলোর সবার সঙ্গে মিটিংয়ে বসার পর প্রয়োজনে ছোট ছোট আকারে সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নভাবে বৈঠক করা হবে।

ইসি সচিব বলেন, সংশ্লিষ্ট বিষয়ে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা নীতিমালা ও দিকনির্দেশনা দেবেন—কিভাবে কি কাজ করবেন, কি করবেন না—সেগুলো অন্যান্য বারের মতোই প্রদান করবেন। ইসি সচিবালয় সামগ্রিক পর্যবেক্ষণ এবং সমন্বয় করবে, যা নির্বাচন কমিশন থেকেই দেখা হবে।

আখতার আহমেদ জানান, ইসি ভবনে একটি পর্যবেক্ষণ সেল করা হবে। সেই পর্যবেক্ষণ সেলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীগুলোর একটি সমন্বয় থাকবে। এখন সেলের আকার কত হবে, কতজন প্রতিনিধি থাকবে—এ সম্পর্কে এখনও সুনির্দিষ্টভাবে বলা হয়নি। প্রতিনিধিরা সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে যে সংখ্যা দেবেন, সেই অনুযায়ী সমন্বয় করে নেওয়া হবে। ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সকল আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

1

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

2

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

3

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

4

তামাক নিয়ন্ত্রণে কঠোর অধ্যাদেশ জারি; ই-সিগারেট ও ভ্যাপ সম্পূ

5

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

6

হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক

7

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

8

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল, লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খ

9

দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান

10

হামজাদের বিজয়ে তারেক রহমানের উচ্ছ্বাস প্রকাশ

11

পহেলা অগ্রহায়ণকে ‘নববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা ডাকসুর

12

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

13

দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

14

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

15

মামুনুল হকের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি

16

ভারত-পাকিস্তানের সামরিক মহড়া একই সময়ে, নেপথ্যে কী?

17

১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা

18

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আস

19

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

20
সর্বশেষ সব খবর