ইসমাঈল আযহার
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’: এমডি মুহাম্মদ আব্দুল্লাহ

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’: এমডি মুহাম্মদ আব্দুল্লাহ

ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে যোগ্য সাংবাদিকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। পরিচালিত সব কার্যক্রমই সরকারি ব্যবস্থাপনার অংশ।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ থেকেই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের সহায়তা প্রদান করা হয়। জনগণের ট্যাক্সের টাকায় এসব সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য সহায়তা হিসেবে মাসিক বৃত্তির ব্যবস্থাও করা হয়েছে।

তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সর্বশেষ সব তথ্য সম্পর্কে অবহিত হতে হবে। পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা পেতে দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পক্ষ থেকে আবেদন তুলনামূলকভাবে কম করা হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল হাসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।

বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটুসহ আরও অনেকে।

উল্লেখ্য, বরিশাল বিভাগের চার জেলার ২৭ জন সাংবাদিককে অনুদান হিসেবে মোট ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৬ জনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে মৃত্যুজণিত কারণে ২ লাখ টাকা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাফিক বিভাগে অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের ব

1

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

2

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

3

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

4

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

5

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

6

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিন পেরোলেও ধরা ছোঁয়ার বাইরে প্রধান অভ

7

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

8

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

9

জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা: চিফ প

10

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

11

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

12

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

13

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

14

৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার করা যায়নি সাজিদকে

15

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

16

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

17

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন

18

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

19

ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

20
সর্বশেষ সব খবর