মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন, কারণ ইরান শত শত রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকর করা থেকে বিরত হয়েছে।
শুক্রবার হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি সাংবাদিকদের বলেন, “ইরান ৮০০-এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তারা যে ফাঁসিগুলো বাতিল করেছে, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”
ট্রাম্প সামাজিক মাধ্যমে একইভাবে লিখেছেন, “ধন্যবাদ!” তিনি বলেন, ফাঁসিগুলো বাতিল হওয়ার ফলে বড় প্রভাব পড়েছে। তবে তিনি স্পষ্ট করেননি, ইরানে কার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হয়েছেন।
এ মন্তব্য আসে এমন সময়, যখন ইরানে ব্যাপক বিক্ষোভ চলছিল এবং ট্রাম্প আগে ইঙ্গিত দিয়েছিলেন, যদি সরকার গণহত্যা বা গণফাঁসি চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে বর্তমানে বিক্ষোভ অনেকটাই স্তিমিত। ট্রাম্প বলেন, “কেউ আমাকে রাজি করায়নি। আমি নিজেই নিজেকে রাজি করেছি।”
বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরণের মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানে কঠোর দমন-পীড়নের মাধ্যমে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটেছে।
মন্তব্য করুন