ইবনে জারির
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) রিপাবলিকানদের জয় নিশ্চিত না হলে আবারও অভিশংসনের (ইমপিচমেন্ট) মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে দলীয় আইনপ্রণেতাদের এই বলে সতর্ক করেন তিনি।

অভিশংসন আতঙ্ক ও জয়ের লক্ষ্য: সম্মেলনে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ‘‘আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে আপনাদের জিততে হবে। আর না জিততে পারলে ওরা (ডেমোক্র্যাটরা) আমাকে অভিশংসন করার একটা কারণ খুঁজে পাবে।’’

তিনি রিপাবলিকানদের নিজেদের মধ্যকার বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ট্রাম্পের লক্ষ্য—হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি এবং সিনেটের ৩৩টি আসন অবশ্যই দলের দখলে রাখা। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘‘আমরা মধ্যবর্তী নির্বাচনে জয় ছিনিয়ে আনতে যাচ্ছি, যা দিয়ে ইতিহাস গড়ব এবং রেকর্ড ভাঙব।’’

রাজনৈতিক প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ অসন্তোষ: বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচনে জিততে না পারলে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে ভাটা পড়বে এবং কংগ্রেসে তিনি তদন্তের মুখোমুখি হতে পারেন। বর্তমানে মাত্র পাঁচ ভোটের ব্যবধানে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় ভোটারদের নজর এখন ট্রাম্পের ওপর। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়লেও মঙ্গলবারের সম্মেলনে ট্রাম্প এ বিষয়ে কোনো রূপরেখা দেননি। উল্টো তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের তৈরি করা সমস্যাগুলো এখন তার ঘাড়ে এসে পড়েছে। ২০০৬ সাল থেকে ক্ষমতাসীন প্রেসিডেন্টরা মধ্যবর্তী নির্বাচনে আসন হারিয়ে আসছেন—এমন পরিসংখ্যান মাথায় রেখে ট্রাম্প স্বাস্থ্যখাতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভুল তথ্য ও বিতর্ক: ৮৪ মিনিটের দীর্ঘ বক্তৃতায় ট্রাম্প বেশ কিছু অবান্তর ও অসত্য তথ্য তুলে ধরেন বলে রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

  • হত্যাকাণ্ড: ট্রাম্প দাবি করেন, গত সাত মাসে ওয়াশিংটনে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। অথচ পুলিশ বলছে, ২০২৫ সালে সেখানে ১২৭টি হত্যাকাণ্ড হয়েছে, যার সর্বশেষটি ঘটেছে ৩১ ডিসেম্বর রাতে।

  • গলফ ও নাচ: তিনি দাবি করেন, ব্যস্ততার কারণে গলফ খেলার সুযোগ পান না এবং স্ত্রীর উপদেশে জনসম্মুখে নাচা বন্ধ করেছেন। অথচ গত রোববারও তাকে গলফ মাঠে দেখা গেছে।

ক্ষমতার দ্বন্দ্ব: প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দুবার অভিশংসনের মুখোমুখি হওয়া ট্রাম্প এবার নিজের নির্বাহী ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন। সম্প্রতি কলোরাডো ও ফ্লোরিডার অবকাঠামো প্রকল্প বাতিলের সিদ্ধান্তে তিনি ভেটো দেন। তবে নিজ দলের অনেক সদস্যই এবার তার এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে—প্

1

ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক জোট গড়তে চায় পাকি

2

বিসিবি পরিচালক নাজমুলকে শোকজ

3

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নে

4

বেলকুচিতে প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

5

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

6

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

7

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

8

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

9

অবহেলায় নষ্ট হচ্ছে ১৪ কোটি টাকায় নির্মিত কিশোরগঞ্জ পৌর মার্ক

10

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

11

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

12

অবৈধ অস্ত্রের ঝনঝনানি, দেশব্যাপী বাড়ছে খুন ও সহিংসতা

13

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

14

স্বামীর সিট নিয়ে তর্ক: চালককে কার্যালয়ে ডেকে নিয়ে পেটালেন এএ

15

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

16

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

17

হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

18

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

19

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

20
সর্বশেষ সব খবর