ইসমাঈল আযহার
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর বাবা মো. খোরশেদ আলমকে (৩৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বাঁশখালী থেকে তাকে আটক করা হয়। ওই দুই শিশু বর্তমানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

খোরশেদ আলম পুলিশের কাছে জানিয়েছেন, তার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামনি এলাকায়। শিশুদের মায়ের বাড়ি সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায়। পারিবারিক বিরোধের জেরে তাঁর স্ত্রী তাঁকে ঘর থেকে বের করে দেন। পরে তিনি বাঁশখালীর মিয়ারবাজার লস্করপাড়ার ভাড়া বাসায় বসবাস করছিলেন। 

খোরশেদের দাবি, ৫-৬ মাস আগে তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান। এসময় কিছু জিনিসপত্র ও প্রায় ১৮ হাজার টাকা নিয়ে যান। এরপর থেকে তাদের খোঁজ পাচ্ছিলেন না। তাঁর স্ত্রী শিশু সন্তানদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাতেন বলেও অভিযোগ করেন তিনি। 

গত রোববার রাতে আনোয়ারার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকা থেকে আয়েশা আক্তার (৪) ও তাঁর ছোট ভাই ১৪ মাস বয়সী মোরশেদকে উদ্ধার করেন এক অটোরিকশাচালক। নিজ বাড়িতে আশ্রয় দেন ওই শিশুদের। কনকনে শীতের রাতে দুই শিশুর রাস্তার পাশে বসে আছে– এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

চিকিৎসকরা জানান, দুই শিশুর মধ্যে ছোট শিশুটির জন্মগত জটিলতা রয়েছে। বড় শিশুটি ভুগছে চর্মরোগে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানোর পর শিশুদের বাবাকে আমরা খুঁজে পেয়েছি। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শিশুগুলো জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নিরাপদে আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়।’ 

আনোয়ারার ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘পুলিশের মাধ্যমে শিশুদের বাবার সঙ্গে আমি কথা বলেছি। তিনি তার সন্তানদের নিয়ে যেতে চান। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বছরের ক্ষুদ্রতম দিন

1

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

2

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

3

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, বিএনপি থেকে নির্বা

4

১৪ জনকে সাথে নিয়ে শুক্রবার বেগম জিয়াকে নেয়া হবে লন্ডনে

5

হচ্ছে না জামাত-ইসলামী আন্দোলন জোট

6

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

7

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

8

নিলামে বিক্রি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স

9

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

10

রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা

11

গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, অবস্থা এখনো আ

12

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

13

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্

14

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

15

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

16

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

17

কিশোরগঞ্জ-১ আসনে ত্যাগের প্রতীক ভিপি সোহেল

18

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : তারেক রহমা

19

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

20
সর্বশেষ সব খবর