ইবনে জারির
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ উর রহমান

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ উর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া একটি প্রতিশ্রুতিকে ‘উদ্ভট’ এবং ‘বাস্তবতাবিবর্জিত’ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। তিনি মনে করেন, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করার এই আশ্বাস মূলত তাদের জোটসঙ্গী বিএনপিকে বিপদে ফেলার একটি কৌশল।

আজ সোমবার (২৭ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে জাহেদ উর রহমান এই বিশ্লেষণ তুলে ধরেন।

তিনি বলেন, "জামায়াতের আমির বা তার দল এতটা অবুঝ নয় যে তারা এমন একটি হাস্যকর প্রতিশ্রুতি সামনে আনবে। আমার কাছে মনে হচ্ছে, এটি আসলে বিএনপিকে বিপদে ফেলার জন্যই করা হচ্ছে।"

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, "মায়েরা সন্তান জন্মদান ও লালন-পালনের পাশাপাশি পেশাগত দায়িত্বও পালন করেন। আমরা ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করা যায় কি না, সে বিষয়ে ভাবছি।"

জাহেদ উর রহমান মনে করেন, যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়, তবে নিয়োগকর্তারা নারীদের চাকরিতে নিতে নিরুৎসাহিত হবেন। তিনি এর সমস্যাগুলো তুলে ধরে বলেন, "এটি এক ধরনের বৈষম্য তৈরি করবে। যেখানে পুরুষরা আট ঘণ্টা কাজ করবে, সেখানে নারীরা পাঁচ ঘণ্টা কাজ করে সমান বেতন পেলে নিয়োগকর্তারা নারীদের নিয়োগ দিতে চাইবেন না।" তিনি আরও যোগ করেন, "অনেক পুরুষ কর্মীও তখন বলতে পারে যে, তারাও পাঁচ ঘণ্টায় আট ঘণ্টার কাজ করে দেবে।"

এই রাজনৈতিক বিশ্লেষকের মতে, জামায়াতের এ ধরনের প্রতিশ্রুতি বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলবে। তিনি বলেন, "জামায়াত মাঠে এমন অনেক অদ্ভুত ও উদ্ভট প্রতিশ্রুতি নিয়ে নামবে, যা বাংলাদেশে কার্যকর করা সম্ভব নয়। কিন্তু এসব প্রতিশ্রুতির কারণে বিএনপিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং তারা চাপে পড়বে।"

তিনি আরও বলেন, "আমি মনে করি, জামায়াতের পক্ষ থেকে এমন আরও অনেক আকাশকুসুম প্রতিশ্রুতি আসবে। বিএনপিকে যুক্তি দিয়ে জনগণের সামনে এগুলো ব্যাখ্যা করতে হবে।"

জাহেদ উর রহমান শুধু জামায়াত বা বিএনপি নয়, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো দলই যেন উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট চাইতে না পারে। তিনি বলেন, "যিনি যা-ই বলুন না কেন, তা কীভাবে বাস্তবায়ন করবেন, সেই সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণকে জানাতে হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

1

হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

2

ইজিবাইকে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

3

স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা

4

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

5

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

6

আমি ভীষণ অদ্ভুত মানুষ, প্রাণখোলা সাক্ষাৎকারে মেসি

7

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

8

৫ দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের

9

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

10

ফ্রান্সে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

11

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

12

দলীয় নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্

13

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

14

চকরিয়ার ১৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করলেন নবাগত ওসি

15

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফ

16

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

17

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: ডাকসু ভিপি সাদিক ক

18

মনোনয়ন বাতিল হলেও সুযোগ আছে: আপিলের সময় ৯ জানুয়ারি পর্যন্ত,

19

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

20
সর্বশেষ সব খবর