গত ১৪ জানুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ১৫ জানুয়ারি তিনি ‘রাক্ষস’ সিনেমার শুটিংয়ে অংশ নেন, যা পরিচালনা করছেন ‘বরবাদ’-খ্যাত মেহেদি হাসান হৃদয়।
শুটিং হবে ১৮ দিন ধরে, এবং সিয়ামের বিপরীতে টালিউডের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায় থাকছেন। সিনেমার ফুটেজ অনলাইনে এডিটিং প্যানেলে পাঠানো হচ্ছে, তাই ঈদুল ফিতরে মুক্তির সময় কোনো তাড়াহুড়ো হবে না।
এছাড়া, শ্রীলঙ্কায় হাজির হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও। তিনি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন। প্রাথমিকভাবে ছবিটির বড় অংশের শুটিং ভারতের হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা ছিল, তবে ভিসা সমস্যা ও পরিকল্পনার কারণে শ্রীলঙ্কায় শুটিং হচ্ছে।
শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকছেন—কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু, ঢাকার তাসনিয়া ফারিণ এবং ক্যামিও দেবেন সাবিলা নূর। সিনেমার গল্প নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে।
উভয় সিনেমাই রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে এবং ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত। দর্শকরা এই উৎসবে দুই ভিন্ন ধরনের সিনেমার অভিজ্ঞতা পাবেন।
মন্তব্য করুন