আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি এককভাবে ২৬৮টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, ইসলামী আন্দোলন তার নেতাকর্মী ও ইসলামের প্রতি জনতার আবেগের সঙ্গে প্রতারণা করতে পারে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিচ্যুত হওয়াও সম্ভব নয়। এ কারণেই ১১ দলীয় জোটের ব্যানারে আসন বণ্টনের ঘোষণার পর দলটি ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
গাজী আতাউর রহমান জানান, ইসলামী আন্দোলন জাতীয় সংসদের ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর মধ্যে দুটি আসন বাতিল হলেও বাকি ২৬৮ জন প্রার্থী মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।
এই সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি করে না; তাদের মূল লক্ষ্য ইসলাম ও ইসলামের আদর্শ বাস্তবায়ন। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্য ও অবস্থানের কারণে আদর্শিক লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের মূল স্লোগান ছিল ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’। কিন্তু বর্তমান অবস্থানে তারা সেই আদর্শ থেকে সরে এসেছে বলেই ইসলামী আন্দোলন পৃথকভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মন্তব্য করুন