ইবনে জারির
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক: ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে পা রেখেছিলেন প্রসূন আজাদ। এরপর নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করলেও হঠাৎ করেই নিজেকে আড়ালে নিয়ে যান। কেন তিনি অভিনয় ছাড়লেন—দীর্ঘদিন পর ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে সেই কারণ খোলাসা করেছেন এই অভিনেত্রী।

বুধবার (৭ জানুয়ারি) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়। প্রসূন জানান, অভিনয় ছাড়ার পেছনে মূলত চারটি কারণ ছিল—আর্থিক অসামঞ্জস্য, সাধারণ জীবনের আকাঙ্ক্ষা, সংসারের প্রতি মনোযোগ এবং শারীরিক পরিবর্তন।

ইনস্টাগ্রামে ভক্তের প্রশ্নের উত্তরে প্রসূন লিখেছেন, ‘‘অভিনয় একটি ব্যয়বহুল পেশা। এখানে বিনিয়োগের তুলনায় লাভের অনুপাত কম। তার ওপর এককালীন টাকা পাওয়া যায়, অথচ এটিই আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি।’’

তিনি আরও ব্যাখ্যা করেন, ‘‘১০-১৫ বছর আগে ১৫ দিন পরপর পার্লারে আমার খরচ হতো সাত-আট হাজার টাকা। শুধু কাপড় আয়রন করতেই খরচ পড়ত পাঁচ-ছয় হাজার টাকা। দামি কাপড়, নিয়মিত খাওয়া আর জিমের খরচ—সব মিলিয়ে ব্যয় ছিল অনেক।’’

প্রসূন আজাদ। ছবি:ফেসবুক

সুপারস্টারের ‘অস্বাভাবিক’ জীবনযাপন তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল। প্রসূন বলেন, ‘‘আমি চেয়েছিলাম কিছুদিন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে। অস্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে নিজের ভেতরের শক্তি হারিয়ে ফেলেছিলাম। তার মধ্যে সুপারস্টারের জীবন বজায় রেখে একজন মধ্যবিত্ত পরিবারের বউ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করাটাও ভাবাচ্ছিল।’’

 বর্তমানে দুই সন্তানের জননী প্রসূন আজাদ সংসার ও ব্যবসায় মনোযোগী। তিনি জানান, তার সবসময়ই গৃহিণী হওয়ার শখ ছিল। ‘‘এত কষ্ট করে বাইরে কাজ করলে গৃহিণী হওয়া যায় না,’’ বলে মন্তব্য করেন তিনি। এছাড়া অভিনয় ছাড়ার পেছনে নিজের মুটিয়ে যাওয়াকেও (স্থূলতা) কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। প্রসূন লেখেন, ‘‘মোটা হয়ে গিয়েছিলাম, সেটাও একরকম সমস্যা ছিল। লজ্জা-সংকোচ বেড়ে যায়। কেউ বেশি সময় তাকিয়ে থাকলে বিরক্ত লাগত। তাই মনে হলো, এখন অভিনযয়ের সময় নয়।’’

উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা প্রসূন আজাদ ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’ ও ‘পদ্মপুরাণ’।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

1

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

2

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

3

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

4

ডনবাসকে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির

5

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

6

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

7

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

8

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

9

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

10

নীলফামারী উত্তরা ইপিজেডের চারটি শিল্প কারখানা অনির্দিষ্টকালে

11

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

12

জুলাই সনদের আইনগত ভিত্তি না হলে নির্বাচন অর্থহীন : সারজিস আল

13

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

14

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন

15

জানা গেল কবে শুরু হচ্ছে রোজা

16

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

17

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

18

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

19

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

20
সর্বশেষ সব খবর