নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের প্রেক্ষাপট: রাশেদ খান গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।
রাশেদ খানের বক্তব্য: বৈঠক প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘‘বিএনপির সঙ্গে ২০২২ সালে যুগপৎ আন্দোলনসহ চব্বিশের গণ-অভ্যুত্থানে সম্মুখে থেকে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের জন্য ২০১৮ সালে আমরা আন্দোলন শুরু করেছিলাম। এ জন্য সেসময় আমাকে নিপীড়ন, রিমান্ড ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল।’’
তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হবে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন