সারাদেশ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও ককটেল বিস্ফোরণ, আটক ৫

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও ককটেল বিস্ফোরণ, আটক ৫

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় চাঁদার দাবিতে দেশীয় অস্ত্রধারী একদল চিহ্নিত দুষ্কৃতিকারী ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন: নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা গ্রামের জান্নাতুল হুমায়রা জেমি (২২), বরগুনা মরখালী গ্রামের মো. মাসুম (২৫), মেলান্দহ উপজেলার বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ সানি (২৬), বয়রাডাঙ্গা গ্রামের লিখন আহমেদ সাকিব (২৭) এবং একই গ্রামের মোশারফ মিয়া

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে জান্নাতুল হুমায়রা জেমি ও ইয়াবা ব্যবসায়ী সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী একদল দুষ্কৃতিকারী কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শুনে গ্রামবাসীরা এগিয়ে আসেন এবং দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। এ সময় তিনজন হাতে-নাতে ধরা পড়েন এবং বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ওই তিনজনসহ মোট পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগেও একাধিকবার এই চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।

গ্রীন বায়োটেকনোলজির ম্যানেজার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, "পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে আজ ভোরে পরিকল্পিতভাবে ওই চিহ্নিত সস্ত্রাসীরা রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে কারখানায় হামলা চালিয়েছিল। প্রথমে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে কারখানার গেটেও ভাঙচুর করে। এর আগেও এই দলটিই চাঁদার দাবিতে হামলা চালিয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানটি জামালপুর জেলার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ কিছু দুষ্কৃতিকারীর অব্যাহত সন্ত্রাসে এই শিল্প কারখানা এখন ধ্বংসের হুমকির মুখে।" তিনি দ্রুত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার দাবি জানান এবং বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অস্ত্রধারী একদল চিহ্নিত দুষ্কৃতিকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় হামলার চেষ্টা করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল ও এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছি। আটকের সময় দুষ্কৃতিকারীরা পুলিশের কাছেও বাঁধার সৃষ্টি করেছিল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

1

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

2

সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায়

3

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

4

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

5

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

6

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

7

দিশার প্রেম-জল্পনায় নতুন বিতর্ক, এইচআইভি আক্রান্ত প্রেমিক

8

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

9

ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

10

কিশোরগঞ্জে ফিশারী দখলচেষ্টা: বিএনপি নেতার বিরুদ্ধে ভয়ভীতি প

11

নিখোঁজের ১৪ দিন পর নোয়াখালীতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

12

সুদানে আরএসএফের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭৯

13

ভারতে মেসি, কলকাতায় শাহরুখ খানের সঙ্গে মিলনমুহূর্ত

14

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

15

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

16

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্ল

17

চাকরি পেয়েই স্বামীকে অস্বীকার স্ত্রীর

18

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

19

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই

20
সর্বশেষ সব খবর