মোস্তাফিজুর রহমান (কয়রা, খুলনা) : খুলনার সুন্দরবন ঘেঁষা কয়রায় তীব্র হিমেল হাওয়ার দাপট ও ঘন কুয়াশায় নাকাল জনজীবন অস্থির। উপকূলের শীতার্ত অসহায়দের পাশে দাঁড়িয়েছে লাইন্স ক্লাব অব খুলনা সুন্দরবন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন বাজার সংলগ্ন এক অনুষ্ঠানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে অসহায় কৃষক, জেলে
বাওয়ালী, মৌয়ালী, বিধবা নারীরা উচ্ছ্বসিত হন। এসময় লাইন্স ক্লাব অব খুলনা সুন্দরবনের কর্ণধর দিলারা নাসরীন বলেন,
আজকের এই কম্বল বিতরণ কোনো দান বা দয়া নয়। বরং এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসা
ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সামান্য উপহার। আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার।
মহারাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ মোল্ল্যার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সাবেক কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহরাম, সাংবাদিক রিয়াসাদ আলী, ফরহাদ হোসেন, স্থানীয় ডাঃ হাবিবুর রহমান, ইব্রাহিম হোসেন, আক্তারুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন