রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। নুরুল হাসান সোহানের জায়গায় তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে। এই প্রথমবারের মতো বিপিএলে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন লিটন।
চলতি বিপিএলে রংপুরের হয়ে ব্যাট হাতে দেশীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস। ৮ ম্যাচে তিনি করেছেন ১৬২ রান। তার গড় ২০.২৫ এবং স্ট্রাইক রেট ১৩৫। অন্যদিকে, এবারের আসরে ব্যাট হাতে ছন্দে না থাকায় নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নুরুল হাসান সোহান।
নতুন দায়িত্ব পেয়ে লিটন দাস বলেন, অধিনায়কত্ব সব সময়ই চ্যালেঞ্জিং। আপাতত দলের মূল লক্ষ্য প্লে-অফ নিশ্চিত করা। একটি ম্যাচ জিতলেই সেই লক্ষ্য পূরণ হবে। এরপর ধাপে ধাপে এগিয়ে গেলে ফাইনালে ওঠাও সম্ভব বলে আশাবাদী তিনি।
সোহান নিজ উদ্যোগেই অধিনায়কত্ব হস্তান্তর করেছেন উল্লেখ করে লিটন বলেন, তিনি নিজেই আমাকে এই দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, প্লে-অফের খুব কাছাকাছি থাকলেও এখনও শেষ চারের টিকিট নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। লিগ পর্বে বাকি থাকা দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হবে দলটির।
মন্তব্য করুন