নিজস্ব প্রতিবেদক, বেনাপোল: জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল পৌরসভার অন্তর্গত বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান লিটন মহান আল্লাহ তায়ালার দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের স্বাধীনতা রক্ষা এবং রাষ্ট্র গঠনে বেগম খালেদা জিয়ার অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করেই দেশ ও জাতির কল্যাণে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক মঙ্গল ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়।
আর.এম/সকালবেলা
মন্তব্য করুন