কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের রাজনীতিতে ফের চমক। মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের পর এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন জেলার আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম। তিনি ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। এ সময় তিনি সংগঠনের সহযোগী সদস্য ফরমও পূরণ করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা: এই যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য জামায়াতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
এছাড়া কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন এবং ভৈরব পৌর জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব শাজাহান সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেক্ষাপট: উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর বিএনপির সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছিলেন। তার পথ অনুসরণ করেই এবার রফিকুল ইসলামের মতো আরেকজন বীর মুক্তিযোদ্ধা জামায়াতে নাম লেখালেন, যা কিশোরগঞ্জের রাজনীতিতে জামায়াতের অবস্থান সুসংহত করার ইঙ্গিত দিচ্ছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন