রকিব মুহাম্মদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমদানিকারকের মামলায় মোংলা বন্দরে বিদেশি জাহাজ আটক

আমদানিকারকের মামলায় মোংলা বন্দরে বিদেশি জাহাজ আটক

রিপন হালদার, বাগেরহাট জেলা বিশেষ প্রতিনিধি: আইনি জটিলতার কারণে মোংলা বন্দরে পানামা পতাকাবাহী একটি বিদেশি জাহাজ আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। ‘এম ভি এইচটিপি আম্বার’ নামের ওই জাহাজটি সার আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে আটক করা হয়। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উচ্চ আদালতে দায়ের করা মামলার ভিত্তিতে এই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে জাহাজটি বন্দরের বেসক্রিক-৪ নম্বর বয়ায় নোঙর করা অবস্থায় আটক থাকলেও সেখান থেকে নিয়মিত পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে বলে নিশ্চিত করেছে হারবার বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ভারতের পারাদ্বীপ বন্দর থেকে ৯ হাজার ৬০০ মেট্রিকটন সার নিয়ে জাহাজটি মোংলা বন্দরে এসে নোঙর করে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কসমস শিপিং লাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, যশোরের নওয়াপাড়াভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং এই সার আমদানি করে। তবে নির্ধারিত সময়ে জাহাজ থেকে পণ্য খালাস না হওয়ায় জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অ্যাডমিরালটি স্যুট (সামুদ্রিক আইন) ১/২০২৬ অধীনে উচ্চ আদালতে মামলা করেন আমদানিকারক। ওই মামলার পরিপ্রেক্ষিতে গত ৯ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে জাহাজটি আটক রাখার নির্দেশনা পৌঁছায় এবং পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।

সার আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের পরিচালক সোহাগ আহমেদ খাঁন জানান, জাহাজটি বন্দরে পৌঁছানোর প্রথম দিন প্রায় এক হাজার মেট্রিকটন সার খালাস করা হলেও পরবর্তী টানা ১২ দিন জাহাজ কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই পণ্য খালাস বন্ধ রাখে। মূলত জাহাজ ভাড়াকারি প্রতিষ্ঠান মুরালি ট্রেডিংয়ের সঙ্গে জাহাজ কর্তৃপক্ষের অভ্যন্তরীণ ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে এই অচলাবস্থা তৈরি হয়। এর ফলে বাজারে সময়মতো সার সরবরাহ ব্যাহত হয় এবং লাইটার জাহাজ ভাড়া ও শ্রমিক ব্যবস্থাপনা বাবদ আমদানিকারক প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে তারা গত ৮ জানুয়ারি উচ্চ আদালতে মামলা দায়ের করতে বাধ্য হন।

বর্তমানে জাহাজটি থেকে পুনরায় সার খালাস শুরু হয়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি। তবে ১২ দিন পণ্য খালাস বন্ধ থাকার ফলে যে আর্থিক ক্ষতি হয়েছে, জাহাজ কর্তৃপক্ষ সেই ক্ষতিপূরণ প্রদান করলে মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা বহনকারী একটি বিদেশি জাহাজ আইনি জটিলতায় মোংলা বন্দরে আটক ছিল। মোংলা বন্দর সংশ্লিষ্টরা জানান, ব্যবসায়িক বিরোধ বা আইনি মারপ্যাঁচে বিদেশি জাহাজ আটক হওয়ার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও আদালত সমন্বিতভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।

আর.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৫ দেশের নাগরিকদের জন্য স্থগিত হচ্ছে মার্কিন ভিসা

1

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

2

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

3

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

4

‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

5

আজ আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

6

আজ দেশের ৩ এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

7

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

8

উৎসবমুখর পরিবেশে নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত

9

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

10

প্রত্যেক ভোটকেন্দ্রে ৫ জন সেনা মোতায়েনের অনুরোধ জামায়াতের

11

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

12

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

13

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

14

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চ

15

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

16

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

17

তা‌রেক রহমা‌দের দে‌শে ফেরা‌কে কেন্দ্র ক‌রে ডিএমপির ট্রাফিক ন

18

শেখ হাসিনার মামলার রায় কাল, সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষা

19

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

20
সর্বশেষ সব খবর