নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা। যদি পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া সম্ভব না হয়, তবে পুলিশকেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি তুলেছেন তারা। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ডিসি-এসপিদের সম্মেলনে এই দাবি জানানো হয়।
সম্মেলনে পুলিশ সুপাররা জানান, তারা প্রতিনিয়ত অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করছেন। তবে নির্বাচনের সময় যানবাহন সংকট ও পর্যাপ্ত জনবলের অভাব রয়েছে। একই দিনে দুটি নির্বাচন পরিচালনা করাকে তারা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এছাড়া বিগত নির্বাচনগুলোতে পুলিশের বাজেটে বৈষম্য ছিল উল্লেখ করে এবার বাজেট বাড়ানোর দাবি জানান তারা। নির্বাচনের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তার জন্য পুলিশের পরিবর্তে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখার সুপারিশও করা হয়।
অন্যদিকে জেলা প্রশাসকরা আইনশৃঙ্খলা ও নির্বাচনী পরিবেশ রক্ষায় তাদের বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। মাঠ পর্যায়ে এখনো যেসব বৈধ অস্ত্র রয়ে গেছে, সেগুলো দ্রুত উদ্ধারে ইসির সহযোগিতা চান তারা। দুর্গম অঞ্চলে যাতায়াতের জন্য হেলিকপ্টার সুবিধা এবং যেসব উপজেলায় গাড়ি পুড়ে গেছে, সেখানে নতুন গাড়ি বরাদ্দের দাবি জানানো হয়। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং অপতথ্য প্রচারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তা মোকাবিলায় জোর দেন ডিসিরা।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন