ইবনে জারির
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের সমাপ্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের সমাপ্তি

বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি: দেশ ও বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস (আইসিএমআরএস)’ শীর্ষক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয় এবং শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মেলনের পর্দা নামে।

​দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ ও বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬৩০ জন গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থাপনের জন্য মোট ২৭০টি গবেষণা অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছিল, যার মধ্য থেকে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে ১৮৪টি নির্বাচন করা হয়। এর মধ্যে প্রায় ১৪০টি মৌখিক (ওরাল) প্রেজেন্টেশন এবং ৩৫টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এছাড়াও সম্মেলনে ১৩টি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ (কী-নোট পেপার) উপস্থাপন এবং ৫টি প্লেনারি টক অনুষ্ঠিত হয়। উপস্থাপিত অ্যাবস্ট্রাক্টগুলোর মধ্য থেকে ২৬টি প্রেজেন্টেশনকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। সম্মেলনের প্রথম দিনে ১৪টি ভেন্যুতে ৬টি কী-নোট সেশন, ১৩টি টেকনিক্যাল সেশন ও ১টি পোস্টার সেশন এবং দ্বিতীয় দিনে ৯টি ভেন্যুতে ৪টি কী-নোট সেশন ও ৯টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিওবার্তায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদানের প্রথম দিন থেকেই আমার একমাত্র স্বপ্ন ছিল এই বিশ্ববিদ্যালয়কে শুধু শিক্ষাদানের কেন্দ্র নয় বরং গবেষণা ও উদ্ভাবনের এক উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলা। এসব কনফারেন্স আমাদের গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার প্রতি দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।’’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর, চাঁদপুর, গোপালগঞ্জ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য।

​গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দীন শেখর বলেন, পেরিফেরি লেভেলের বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাব সুবিধার অভাব থাকলেও এ ধরনের সম্মেলন শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল বহুমুখী গবেষণায় দক্ষ মানবসম্পদ তৈরিতে এই সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, ‘‘এই সম্মেলন সুপরিকল্পিত আয়োজন ও একাডেমিক নিষ্ঠার মাধ্যমে একটি অর্থবহ গবেষণা পরিবেশ তৈরি করেছে।’’

​সম্মেলনে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ এবং কনফারেন্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব। অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ জানান, এই দুই দিনে তারা মূল্যবান আইডিয়া শেয়ার ও উদ্ভাবনের সুযোগ পেয়েছেন যা বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে সমন্বয় গড়ে তুলবে। কনফারেন্স সেক্রেটারি জানান, ‘টেকসই বিশ্বের জন্য বিজ্ঞানকে যুক্ত করা’—এই মূল ভাবনা সবাইকে নতুন অনুপ্রেরণা দিয়েছে এবং এর অর্জন ভবিষ্যৎ গবেষণায় ভূমিকা রাখবে।

​এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডসংখ্যক মুসল্লির অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

1

শেষ টি-টোয়েন্টির দলে শামীম হোসেন পাটোয়ারী

2

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৪২ ওমরাহ হজযাত্রী

3

হলফনামায় হান্নান মাসউদের মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ টাকা

4

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

5

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

6

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

7

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

8

জমির বিরোধে ভাতিজার লাথিতে চাচা খুন

9

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

10

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

11

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

12

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

13

নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে

14

ইবোলার থেকেও শক্তিশালী প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাসের চোখ রাঙান

15

গুলিবর্ষণের ঘটনার পর গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

16

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

17

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

18

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত ৪

19

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স ,আপাতত খালেদা জিয়াকে লন্ডন নেয়া স

20
সর্বশেষ সব খবর