নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক কিশোরী নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে ভুক্তভোগীরা টেকনাফ সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ মিয়ানমার প্রান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওই কিশোরীর মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত আরেকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহত কিশোরী ও আহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন