নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতেই বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্যের ঘোষণা দেয়। কমিশনের ঘোষণা অনুযায়ী, আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
অটোগ্যাসের দামও বেড়েছে: শুধু গৃহস্থালির সিলিন্ডার নয়, বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে যা ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।
পূর্বের দাম: এর আগে গত ডিসেম্বর মাসেও এলপিজির দাম বাড়ানো হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়। নতুন বছরে এক লাফে ৫৩ টাকা দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হলো।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন