মাহমুদ বিন মারুফ
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচনীয় হার

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচনীয় হার

২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্বের প্লে অফ সিরিজে টানা দ্বিতীয় ম্যাচেও শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। এই দুই জয়ের মাধ্যমে পাকিস্তান সিরিজ জিতে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে। আগামী রোববার দুই দলের মধ্যকার তৃতীয় ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার আনুষ্ঠানিকতা।

গতকাল প্রথম ম্যাচে বাংলাদেশ ৮-২ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে সেই পরাজয় আরও গভীর হয়েছে। প্রথম ম্যাচে দুই গোল দিলেও, আজকের ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের জালে কোনো বল পাঠাতে পারেনি। উল্টো গতকালের মতো আজও আটটি গোল হজম করে বাংলাদেশ।

আজকের ম্যাচের স্কোর লাইন ছিল: প্রথম কোয়ার্টারে ১-০, দ্বিতীয় কোয়ার্টারে ৪-০, তৃতীয় কোয়ার্টারে ৫-০, এবং শেষ কোয়ার্টারে ৮-০। বাংলাদেশ গোল করার কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথম ম্যাচে ৮টি পেনাল্টি কর্নার থেকে পাকিস্তান এক গোল করলেও, আজকের ম্যাচে তারা ১১টি পেনাল্টি কর্নার পেয়ে চারটি গোল আদায় করে নেয়।

পাকিস্তানের হয়ে গোলদাতারা হলেন: সুফিয়ান খান (৬ ও ১৯ মিনিটে), রানা ওয়াহিদ আশরাফ (১৩ ও ৫৭ মিনিটে দুটি ফিল্ড গোল), ওয়াহিদ (৩০ মিনিটে পেনাল্টি কর্নার), শহিদ হাান্নান (৩২ মিনিটে পেনাল্টি কর্নার), আফরাজ (৫৩ মিনিটে ফিল্ড গোল) এবং আম্মাদ ভাট (৫৯ মিনিটে পেনাল্টি কর্নার)।

হকিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো রেকর্ড নেই। এবারের সিরিজে সেই প্রতিদ্বন্দ্বিতাও দেখা গেল না। দুই ম্যাচে বাংলাদেশের জালে মোট ১৬টি গোল দিয়েছে পাকিস্তান। জানা গেছে, গত ম্যাচে মাথায় আঘাত পাওয়া রোমান সরকার আজকের ম্যাচে না থাকায় বাংলাদেশের ডিফেন্সে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে।

গতকাল হারের পর অধিনায়ক রেজাউল বাবু বলেছিলেন, “পরের ম্যাচে ভালো করবো।” তবে আজকের ফলাফল আরও খারাপ হয়েছে।

তরুণ খেলোয়াড় ওবায়দুল হক জয় আজকের ফলাফল নিয়ে বলেন, "আসলে আমাদেরকে আমাদের কোচ যেটা পরিকল্পনা দিয়েছিল, অনেক সময় যে পরিকল্পনায় থাকতে পারি নাই, যার কারণে আমরা গোলগুলো খেয়েছি। আজকে আমরা সুযোগ পাইছিলাম, যে সুযোগগুলো আমরা কাজে লাগাইতে পারি নাই। যার কারণে আজকে আমরা গোল পাই নাই।"

১৮ নভেম্বর বাংলাদেশ অ-২১ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে। সিনিয়র দলে এই অ-২১ দলের সাত জন সদস্য রয়েছেন, যার মধ্যে জয় অন্যতম। পাকিস্তানের বিপক্ষে এই খেলা তাদের জন্য বড় শিক্ষা মন্তব্য করে জয় বলেন, "পাকিস্তান অনেক বড় টিম। ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, এটা আমাদের কাছে অনেক কিছু। আর আমি, আমি নিজে পার্সোনালি মনে করি যে আজকে যে ম্যাচটা, তো আমাদের আরেকটু যদি সময় পাইতাম, তাহলে সেই ক্ষেত্রে মনে হয় আরও ভালো হতো।"

পাকিস্তানের খেলোয়াড় ওয়াহিদ বিশ্বকাপ বাছাই নিশ্চিত হওয়ায় খুশি। ভারতে এশিয়া কাপ হওয়ায় পাকিস্তান অংশ নেয়নি। এজন্য এশিয়ান হকি ফেডারেশন এশিয়া কাপের ষষ্ঠ দলের সঙ্গে এই প্লে অফ সিরিজ আয়োজন করে। ভারত ইতোমধ্যে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। পাকিস্তান বিশ্বকাপ বাছাই উতরে বিশ্বকাপে উঠলে ভারতের সঙ্গে খেলবে কিনা এই প্রশ্নে ওয়াহিদ বলেন, "ভারতে গিয়ে আমরা ভারতের সঙ্গে খেলিনি। নিরপেক্ষ ভেন্যুতে সেটা বেলজিয়ামে হকি বিশ্বকাপ খেলতে কোনো সমস্যা নাই।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

1

হাদির ওপর হামলায় জামায়াতের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

2

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

3

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

4

কিশোরগঞ্জ-১ আসনে ত্যাগের প্রতীক ভিপি সোহেল

5

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

6

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

7

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

8

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

9

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্

10

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

11

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

12

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

13

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

14

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

15

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

16

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

17

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

18

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

19

শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত: প্রধান উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর