ইসমাঈল আযহার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নিরাপত্তা চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকেই বিমানবন্দরের দুই প্রধান গেটে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। যাত্রী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সন্দেহভাজন হলেই তাকে তল্লাশির আওতায় আনা হচ্ছে।

সেনাবাহিনী, এয়ারপোর্ট আর্মড পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‌্যাবের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সরেজমিন বিমানবন্দরের বিভিন্ন গেট ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন। বিশেষ করে এয়ারপোর্ট আর্মড পুলিশ, ডিএমপির পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছেন। গেটের সামনে কোনও সাধারণ লোককে থাকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যাত্রী ছাড়া আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এয়ারপোর্ট আর্মড পুলিশের পুলিশ সুপার রেজাউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন। এপিবিএনের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) টহল দিচ্ছে।

তিনি বলেন, নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনও কর্মকাণ্ড এখানে করতে দেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এপিবিএন, ডিএমপি ও সেনাবাহিনী সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।

এদিকে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরের বাইরে যেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনি ভেতরেও নেওয়া হয়েছে। বিমানবন্দরের ভেতরে এভসেক ও বিমানবাহিনী দায়িত্ব পালন করছে।

অন্যদিকে, বিমানবন্দরের আশপাশের মূল সড়কগুলোতে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। তাদের হাতে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন লক্ষ্য করা যায়।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ যোগে তিনি আসছেন। ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টার দিকে অবতরণের কথা রয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ-১: মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে এক মঞ্চে ৫ নেত

1

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

2

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

3

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

4

মৃত্যুঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ভেতর দিন কাটছে গাজাবাসীর

5

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

6

মনোনয়ন বাতিল হলেও সুযোগ আছে: আপিলের সময় ৯ জানুয়ারি পর্যন্ত,

7

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

8

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

9

অনেককে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

10

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

11

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

12

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

13

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

14

চার খুনের মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

15

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

16

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

17

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

18

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

19

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

20
সর্বশেষ সব খবর