মোঃ শাহারিয়ার (সোহেল) নওগাঁ জেলা প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, প্রভাব খাটিয়ে ফলাফল পরিবর্তন এবং অযোগ্য প্রার্থীদের উত্তীর্ণ করার মতো নানা অনিয়ম ঘটেছে। এতে মেধাবী ও যোগ্য প্রার্থীরা চরমভাবে বঞ্চিত হয়েছেন।
এ সময় চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীদের একজন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। কিন্তু দুর্নীতি ও অনিয়মের কারণে আমাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত না করা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
মন্তব্য করুন