মাহমুদ বিন মারুফ
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত 'মৃত্যুকূপ' নিয়ে উদ্বেগ

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত 'মৃত্যুকূপ' নিয়ে উদ্বেগ

পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরেন্দ্র অঞ্চলে নলকূপের গর্তগুলো অরক্ষিত অবস্থায় পড়ে থাকার কারণে শিশুদের জন্য চরম ঝুঁকি তৈরি হয়েছে। নলকূপ পুনঃস্থাপন বা নতুন করে বোরিংয়ের পর খনন করা অসংখ্য গভীর গর্ত খোলা বা আংশিকভাবে বন্ধ করা অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গেল বুধবার (১০ ডিসেম্বর) রাজশাহীর তানোর উপজেলায় এমন একটি অরক্ষিত গর্তে পড়েই দুই বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনা বরেন্দ্র অঞ্চলের শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

রাজশাহী জেলার গোদাগাড়ী ও তানোর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলা এবং নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় এমন শত শত পরিত্যক্ত নলকূপের গর্ত রয়েছে। এসব গর্তের ব্যাস সাধারণত ৮ থেকে ১২ ইঞ্চির মধ্যে হয়ে থাকে।

রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা রাকিব উদ্দীনের সন্তান সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০ ফুট মাটি খনন করে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহত সাজিদের জীবনের বিনিময়ে বরেন্দ্রবাসী বুঝতে পারছে যে তারা আশপাশে বহু 'মৃত্যুকূপ' নিয়ে বসবাস করছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শিশু সাজিদের জানাজায় উপস্থিত কোয়েলহাট এলাকার মো. রাশেদ গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগতভাবে সেমিডিপ বা নলকূপ স্থাপন নিষেধ থাকলেও এই অঞ্চলে একবারের চেষ্টায় নলকূপ স্থাপন সম্ভব হয় না। পরীক্ষার জন্য যে বোরিং করা হয় সেটার খরচ পড়ে প্রায় ১৫ হাজার টাকা। ৩-৪ বারের চেষ্টায় একটি সুবিধামতো জায়গা পাওয়া যায়। প্রতিটি গ্রামে এরকম অসংখ্য গর্ত রয়েছে। কাজ শেষে অনেকে বন্ধ করে দিলেও অনেকে খোলা অবস্থায় ফেলে রাখে। সাজিদের মৃত্যুতে আমাদের শিক্ষা হলো, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এই অঞ্চলে কৃষকদের সেচের জন্য পানির সরবরাহ করে। বিএমডিএ-এর পাশাপাশি নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যক্তিমালিকানায়ও অসংখ্য নলকূপ বসানো হয়েছে। পানির স্তর ক্রমাগত নিচে নামার কারণে ২০১৫ সাল থেকে বিএমডিএ নতুন করে আর কোনো গভীর নলকূপ স্থাপন করছে না। কিন্তু ব্যক্তিমালিকানায় সেমিডিপ নলকূপ বসানোর কাজ থেমে নেই।

বিদ্যমান সেচ আইন অনুযায়ী বিএমডিএ-এর অধিক্ষেত্রে ব্যক্তিমালিকানার গভীর বা অগভীর নলকূপ স্থাপনের কোনো সুযোগ নেই। তবুও অর্থের বিনিময়ে উপজেলা সেচ কমিটিকে ‘ম্যানেজ’ করে এসব অনুমোদন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, তানোর উপজেলায় অনুমোদনহীন প্রায় আড়াই হাজার সেমিডিপ চলছে।

উন্নয়নকর্মী জাহাঙ্গীর আলম বলেন, “বরেন্দ্র অঞ্চলে পানি একটি দামি ব্যবসা। এখান থেকে ভালো মুনাফা হয়। অন্তত ৭৫ শতাংশ লাভ থাকে। তাই অবৈধভাবে সেমিডিপ বসানোর প্রতিযোগিতা চলছে। সেমিডিপ সরিয়ে অন্য জায়গায় বসানো হচ্ছে। এটাকে রিবোরিং বলা হয়। স্থান পরিবর্তনের পর পাইপের গর্তটি অনেক স্থানে থেকে গেছে। আবার নতুন সেমিডিপ বসানোর সময় নিচে পানির লেয়ার পাওয়া যায় না। তখন এক স্থান বোরহোলের পর আবার অন্য স্থানে বোরহোল করতে হয়। এভাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর সংকটাপন্ন এলাকাগুলোতে বহু গর্ত আছে। এমন একটি গর্তেই ছোট বাচ্চাটা পড়ে যায়।”

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিহত শিশু সাজিদের বাড়িতে যান তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, “আমি বিএমডিএ- এর সঙ্গে কথা বলছি। তাদের বলা হয়েছে এরকম অবৈধ গর্তগুলো চিহ্নিত করতে। চিহ্নিত করা হলে সেগুলো কারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

বিএমডিএ-এর বোর্ড সদস্য সাইফুল ইসলাম হিরক গণমাধ্যমকে বলেন, “ব্যক্তি মালিকানা ডিপগুলোর কি অবস্থা দাঁড়াচ্ছে। তারা নিয়ম মাফিক খনন করছে কিনা, খননের পরে যেগুলো পরিত্যক্ত হয়ে যাচ্ছে, সেগুলো তারা বন্ধ করছে কিনা। এগুলোর জন্য একটি বোর্ড গঠন করে তদন্ত করা উচিত।” 

এই ঘটনায় তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “এ ঘটনায় জিডি মূল্যে মামলা হয়েছে। যদি ভুক্তভোগী পরিবার মামলা করে আমরা মামলা নেব।” 

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

1

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

2

নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

3

আজও ঢাকার তিন স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

4

রাবির ‘সি’ ইউনিটে এআই দিয়ে নকলের চেষ্টা, আটক ১

5

আমদানি হলেও দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

6

অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

7

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

8

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

9

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

10

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস ও মিষ্টি বিতরণ

11

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে

12

ইন্তেকাল করলেন মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান

13

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

14

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

15

ইরানে ২ হাজার বিক্ষোভকারী নিহতের শঙ্কা

16

পাঞ্জাবে ঘন কুয়াশায় ট্রাক উল্টে নিহত ১৪

17

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

18

টাঙ্গাইল-৫: টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

19

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

20
সর্বশেষ সব খবর