নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও দেশীয় ধান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদর দপ্তরের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল সীমান্তে নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা এবং ১ হাজার ৩৫০ কেজি বাংলাদেশি ধান উদ্ধার করতে সক্ষম হয় টহল দলটি। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মো. আতাউর রহমান সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশীয় সম্পদ রক্ষা এবং সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান রোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। শীতকালীন কুয়াশাকে কাজে লাগিয়ে চোরাকারবারিরা সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামালগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন