বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বয়কটের পথে হেঁটেছেন ক্রিকেটাররা। যে কারণে বিপিএলে বৃহস্পতিবার দুপুরের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। ওই পরিচালককে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া হলেও পদত্যাগ করেননি। তাই মাঠে গড়ায়নি বৃহস্পতিবারের সন্ধ্যার ম্যাচও।
মিরপুরে সন্ধ্যা ৬টায় মাঠে নামার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের। অনিশ্চিত পরিস্থিতিতে এখন সেই ম্যাচও হচ্ছে না।
বিসিবির পক্ষ থেকে অবশ্য এখনও জানানো হয়নি, শুক্রবার বিপিএল মাঠে গড়াবে কিনা। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার করেছেন কিনা, ঘোষণা আসেনি সেটারও।
এদিকে, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, যদি দ্বিতীয় ম্যাচেও খেলোয়াড়রা হাজির না হন, সেক্ষেত্রে টুর্নামেন্ট অনির্দিষ্টিকালের জন্য স্থগিত হয়ে যাবে। তার ভাষায়, ‘যদি খেলোয়াড়রা নাই আসে, তাহলে আমরা বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত কিংবা বাতিল করে দিতে পারি।’
আইএ/সকালবেলা
মন্তব্য করুন