ইবনে জারির
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে (লাইফ সাপোর্ট) রাখা হয়েছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থতা ও হাসপাতালের পরিস্থিতি: বার্ধক্যজনিত নানা জটিলতা ও অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন সাবেক এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কলকাতার নিউ টাউনের একটি বাড়িতে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। শুক্রবার আচমকাই তিনি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। দ্রুত তাকে বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পরপরই চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসায় তিনি কিছুটা সাড়া দিলেও অবস্থা এখনো বেশ সংকটজনক।

পলায়ন ও অবস্থান: ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর দেশে প্রায় তিন মাস আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদের। গত জুনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পতনের পর তিন মাস তিনি বারবার বাসা বদল করে লুকিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত ২০২৪ সালের নভেম্বরে দেশত্যাগ করে ভারতে চলে যান। ওই সাক্ষাৎকারে তিনি নিজেকে এখনো দলের সাধারণ সম্পাদক হিসেবে দাবি করেন।

ক্ষমা ও অনুশোচনা প্রসঙ্গ: জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয়টি আসবে।’’

রাজনৈতিক ক্যারিয়ার: ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

1

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

2

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

3

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

4

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

5

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

6

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

7

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

8

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

9

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

10

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

11

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক ম

12

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

13

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

14

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

15

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

16

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

17

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আর

18

‘প্লাস্টিক পাওয়া গেছে বঙ্গোপসাগরের দুই হাজার মিটার গভীরে’

19

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

20
সর্বশেষ সব খবর