ইসমাঈল আযহার
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে তীব্র লড়াইয়ের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিভারস্ক শহর থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার ক্রমাগত অগ্রযাত্রার মুখে নিজেদের সেনাদের জীবন বাঁচাতে কিয়েভ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ইউক্রেনীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাদের জীবন রক্ষা এবং ইউনিটের যুদ্ধের সক্ষমতা বজায় রাখতে’ তারা সিভারস্ক থেকে সরে এসেছে। তাদের মতে, রুশ বাহিনীর বিশাল জনবল এই যুদ্ধে বড় সুবিধা দিচ্ছে। সিভারস্ক দখলের ফলে রাশিয়া এখন ডনেস্ক অঞ্চলের ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা শেষ দুই দুর্গ স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের আরও কাছাকাছি চলে এল।

রাশিয়া বর্তমানে ডনেস্ক অঞ্চলের ৭৫ শতাংশ এবং পাশের লুহানস্ক অঞ্চলের ৯৯ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এই দুটি অঞ্চল সম্মিলিতভাবে ডনবাস নামে পরিচিত।

সিভারস্কের পতনের দিনেই ইউক্রেনজুড়ে ৬৩৫টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা এর মধ্যে ৬২১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এই হামলায় এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

জাইতোমির অঞ্চলে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়া কিয়েভ অঞ্চলে ৭৬ বছর বয়সী এক নারী এবং খমেলনিটস্কি অঞ্চলে ৭২ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্স এবং বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

ভয়াবহ হামলার পর ইউক্রেনের জ্বালানি পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৭ ডিগ্রিতে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জ্বালানি অপারেটররা সব অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাটের সতর্কতা জারি করেছে। জাপোরিজ্জিয়া শহরে দিনে মাত্র ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে। অনেক এলাকায় কয়েকদিন বিদ্যুৎ না থাকার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, মস্কোয় এক গাড়ি বোমা হামলায় রাশিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষ জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। তিনি রাশিয়ার অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন। এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে মস্কো, তবে কিয়েভ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় স্টাভরোপলের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

চলমান যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের মধ্যস্থতায় আলোচনা চললেও কোনও সুরাহা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বড়দিন উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইউক্রেনকে ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে জেলেনস্কি কোনও ভূখণ্ড ছাড়তে নারাজ এবং নিরাপত্তা নিশ্চয়তা দাবি করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

1

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্র

2

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

3

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

4

ইরান জুড়ে বিক্ষোভ: ‘রেড লাইন’ ঘোষণা করলো আইআরজিসি

5

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

6

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

7

৬০ বছরে পা দিলেন ‘ভাইজান’: পানভেলে তারার মেলা, বান্দ্রা সি ল

8

গাইবান্ধার ৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

9

দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না, সাংবাদিকদের

10

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

11

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

12

হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক

13

ফের সচিবালয়ের নতুন ভবনে অগুন

14

সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, বিপুল ক্ষতির মুখে ভারতীয়

15

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

16

ধানের শীষের কাঁটা ‘বিদ্রোহী’: ময়মনসিংহের ৯ আসনেই বিএনপির প্র

17

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’

18

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

19

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

20
সর্বশেষ সব খবর