ইসমাঈল আযহার
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী লোকাল ট্রেনের ধাক্কায় জুটমিলের শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই ভাই রয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালুখালী–ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌরসদরের সোতাশি এলাকায় (ধলা হুজুরের বাড়ির নিকট) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুটমিল থেকে কাজ শেষে প্রায় ১৫ জন শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে বোয়ালমারী পৌরসদরের দিকে যাচ্ছিলেন। এ সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি রেলক্রসিং অতিক্রম করার মুহূর্তে শ্রমিকবাহী পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের খাদে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হন। নিহতরা হলেন— জনতা জুটমিলের শ্রমিক ও ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের বাসিন্দা ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।

এ ঘটনায় আহত ১০ জন শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের বাড়ির সামনেই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে গিয়ে দেখি ট্রেনের সঙ্গে জুটমিলের শ্রমিকদের পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত নারী-পুরুষদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”

খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান এবং বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, “কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি সোতাশি রেলক্রসিং এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সোতাশি রেলক্রসিংটি অরক্ষিত থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। দ্রুত সেখানে গেটম্যান নিয়োগ ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

1

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

2

বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

3

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

4

অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

5

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় সিরিয়াসহ ৭ দেশ

6

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

7

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

8

ভারতে ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা

9

আজ আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

10

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

11

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

12

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

13

আদালত অবমাননা : নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান

14

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

15

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

16

জোটের দুই নেতাকে বিএনপির সবুজ সংকেত

17

ভারতে মেসি, কলকাতায় শাহরুখ খানের সঙ্গে মিলনমুহূর্ত

18

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

19

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

20
সর্বশেষ সব খবর