নতুন প্রজন্মের কাগজ -
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে চালা-মুকুন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। এ টিকা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে টাইফয়েড সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।”
এ সময় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বিনামূল্যে এই টিকা গ্রহণ করতে পারবে।
টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে।
এই কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেলকুচি, সিরাজগঞ্জ, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে।
সহযোগিতায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং গ্যাভি (Gavi)।
স্লোগান ছিল— “টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেঁধে।”
মন্তব্য করুন