রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিনব্যাপী ও রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে ডিবির একাধিক টিম তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন আকন (৫০), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলের সংগঠক মিরাজ হোসেন (২৬) এবং স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের স্থানীয় সমন্বয়ক মফিজুল ইসলাম (৪৫)।
ডিএমপি সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে সংগঠিত ঝটিকা মিছিল, পোস্টারিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে পুনর্গঠনের আহ্বান সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে এই সাতজনের সম্পৃক্ততা পাওয়া যায়। তারা নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংগঠনের পুনর্গঠন ও আন্দোলন পরিকল্পনার জন্য অর্থ সংগ্রহে যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ডিবি কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর থেকে রাত পর্যন্ত রাজধানীর লালবাগ, ফার্মগেট, মিরপুর, ফতুল্লা ও বনানী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন এলাকা থেকে সাতজনকে পৃথকভাবে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র, ব্যানার, লিফলেট ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মো. ফারুকুল ইসলাম জানান, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পুনরায় চালু করার চেষ্টা করছিলেন। আমরা তাদের তৎপরতা পর্যবেক্ষণ করছিলাম এবং যথাযথ প্রমাণ পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।’
তিনি আরও বলেন, ‘ঝটিকা মিছিল ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার সঙ্গে যারা যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি, রাষ্ট্রবিরোধী কার্যক্রমে উসকানি ও সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সকালবেলা/এমএইচ