নতুন প্রজন্মের কাগজ -
Social Media Section
-sunny
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিনব্যাপী ও রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে ডিবির একাধিক টিম তাদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন আকন (৫০), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলের সংগঠক মিরাজ হোসেন (২৬) এবং স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের স্থানীয় সমন্বয়ক মফিজুল ইসলাম (৪৫)।

ডিএমপি সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে সংগঠিত ঝটিকা মিছিল, পোস্টারিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে পুনর্গঠনের আহ্বান সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে এই সাতজনের সম্পৃক্ততা পাওয়া যায়। তারা নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংগঠনের পুনর্গঠন ও আন্দোলন পরিকল্পনার জন্য অর্থ সংগ্রহে যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

ডিবি কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর থেকে রাত পর্যন্ত রাজধানীর লালবাগ, ফার্মগেট, মিরপুর, ফতুল্লা ও বনানী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন এলাকা থেকে সাতজনকে পৃথকভাবে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র, ব্যানার, লিফলেট ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মো. ফারুকুল ইসলাম জানান, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পুনরায় চালু করার চেষ্টা করছিলেন। আমরা তাদের তৎপরতা পর্যবেক্ষণ করছিলাম এবং যথাযথ প্রমাণ পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরও বলেন, ‘ঝটিকা মিছিল ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার সঙ্গে যারা যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি, রাষ্ট্রবিরোধী কার্যক্রমে উসকানি ও সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় নির্মো

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনু

20