নতুন প্রজন্মের কাগজ -
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মাজহার-এর সার্বিক তত্ত্বাবধানে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই নয়, বরং পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্ম বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কৌতূহল থেকে কেউ কেউ প্রথমবারের মতো মাদকের সংস্পর্শে আসে, কিন্তু সেটিই পরবর্তীতে ভয়াবহ আসক্তিতে পরিণত হয়।”
সভায় আরও উপস্থিত ছিলেন—
হোসেনপুর থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মহসি মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে বিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়।
মন্তব্য করুন