ইসমাঈল আযহার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–০১ (কিশোরগঞ্জ–হোসেনপুর) আসনে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ ও তা বাতিলের দাবিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডস্থ বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) উপস্থিত নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ মাসুদ হিলালী, সাবেক বিভাগীয় জজ ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন।

ভূমিকায় ভিপি সোহেল বলেন, টানা ১৪ দিন ধরে চলমান আন্দোলন, অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল কেবল একটি মনোনয়নের বিরুদ্ধে নয়; এটি কিশোরগঞ্জের ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। তিনি অভিযোগ করেন, ভৈরবকে জেলা করে কিশোরগঞ্জকে দ্বিখণ্ডিত করার অঙ্গীকারে নির্বাচনে মাঠে নামা শরীফুল আলমের মদদপুষ্ট মাজহারুল ইসলামের মনোনয়নে সাধারণ জনগণ অসন্তুষ্ট। দলের বৃহত্তর স্বার্থেই এই মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন রেজাউল করিম খান চুন্নু। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে শিক্ষিত, ত্যাগী, ফ্যাসিবাদী সরকারের দ্বারা নির্যাতিত ও নিগৃহীত যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি এর আগে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে দুইবার মনোনীত মেয়র প্রার্থী হয়েও পরাজিত হয়েছেন। এমনকি নিজ কেন্দ্রেও তিনি সাত ভোটে পরাজিত হন বলে দাবি করা হয়। বক্তৃতায় আরও অভিযোগ করা হয়, স্বৈরাচারী সরকারের সঙ্গে আঁতাত থাকায় তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও স্বৈরাচারের দোসর হিসেবে একাধিক অভিযোগ রয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিএনপির মূল স্লোগান—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। সে অনুযায়ী দেশের স্বার্থে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম একজন সৎ, সুশিক্ষিত, জনবান্ধব, জনপ্রিয় ও আদর্শিক প্রার্থী প্রয়োজন। এ জন্য মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে অন্য কোনো জনসমর্থিত যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানানো হয়।

পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মনোনয়ন প্রত্যাশী নেতারা। সমাপনী পর্বে মাসুদ হিলালী ও রুহুল হোসাইন সংক্ষিপ্ত বক্তব্য দেন। শেষে খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) আগামী ২৩ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

1

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে আমেরিকা-ইসরাইল’

2

আশরাফুল হত্যা: র‌্যাব-পুলিশের দুই রকম তথ্য

3

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

4

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

5

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নাম যুক্তরাষ্ট্রের প্রত্যাহার

6

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মোট ৬৪৫ আপিল, শুনানি শুরু আজ

7

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

8

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

9

বেগম জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

10

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

11

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

12

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

13

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

14

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্য

15

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি চূড়ান্তভাবে বাতিল ক

16

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

17

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

18

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

19

বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি: নরেন্দ্র মোদি

20
সর্বশেষ সব খবর