ইসমাঈল আযহার
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় সংসদ ভবন এলাকায় ও মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ।

জানাজা স্থলে গিয়ে দেখা যায়, ভোর থেকেই নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, বগুড়া, ময়মনসিংসহ অনেক জেলা থেকে খালেদা জিয়ার জানাজার নামাজ পড়তে ছুটে এসেছেন অসংখ্য মানুষ। অনেকে সেই ভোর ৪টায় এসে পৌঁছেছেন। তাদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।

ফেনী থেকে সংসদ ভবন এলাকায় বেগম জিয়ার জানাজার নামাজ আদায় করতে এসেছেন ষাটোর্ধ্ব নুরুজ্জামান মিয়া। তিনি বলেন, জিয়াউর রহমানকে চোখের দেখা দেখেছি। তার চলে যাওয়ার পর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে মাঠপর্যায়ে বহু আন্দোলন সংগ্রাম করেছি। তিনি ছিলেন আমাদের ফেনী তথা সারা বাংলাদেশের গর্ব। তার নেতৃত্ব ছিল এদেশে স্বর্ণযুগ। তার চলে যাওয়া বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি।

মানিক মিয়া এভিনিউতে উপস্থিত ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম বলেন, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর পরই মনটা ব্যাকুল হয়ে উঠেছে তার জানাজার নামাজ আদায় করার জন্য। তাই রাতেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি।

জানাজার নামাজে অংশ নিতে আসা অনেকেই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের একজন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তার রাজনৈতিক দর্শন, চিন্তা ভাবনা এ প্রজন্মের মানুষের কাছে শিক্ষণীয়। তিনি কখনও কোনও অন্যায়ের কাছে মাথা নত করেননি।

বেগম জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, সারাটা জীবন শুধু দেশের ও দেশের মানুষের চিন্তা করেছেন। হাসিনা এত অত্যাচার নির্যাতন সত্বেও দেশ ছাড়ার কথা একবারও চিন্তা করেননি। তিনি এই বাংলার মুক্তিকামী মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।

এদিকে খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য সরকার থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জানাজার নামাজে অংশ নিতে আসা এক নারী বলেন, বেগম জিয়া ছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। একজন নারী হয়ে তিনি বাংলাদেশের জন্য যা করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গতকাল খুব ইচ্ছে ছিল তার জানাজায় অংশ নেওয়ার। তাই আজ ভোরেই বড় মেয়েকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে চলে এলাম।

জানা যায়, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে বেলা সাড়ে ৩টায় খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে বিএনপি।

খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশেপাশে কোনও সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ডিএমপি জানিয়েছে, খালেদা জিয়াকে বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। 

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, সর্বস্তরের মানুষ যেন তাকে সম্মান জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য সরকারের সব দফতর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে। দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তি ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

1

পদত্যাগ করলেন বিটিটিসি’র চেয়ারম্যান মইনুল খান

2

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

3

ফিরবেন তারেক রহমান, সব গুছিয়ে রাখছে বিএনপি

4

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ

5

গ্রুপিং রাজনীতি: মাগুরা-২ আসনে ধানের শীষের ভরাডুবির শঙ্কা

6

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

7

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয

8

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

9

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

10

অবশেষে প্রাণঘাতী সংঘাতের অবসান, যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্ব

11

প্রশাসনিক কারণে প্রাথমিকের পাঁচশতাধিক শিক্ষককে ভিন্ন জেলায় ব

12

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

13

পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র: আব্দুস

14

রক্তে প্লাটিলেট কমে গেলে কী খাবেন ?

15

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

16

ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

17

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

18

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

19

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

20
সর্বশেষ সব খবর