ইবনে জারির
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকায় তুচ্ছ ঘটনার জেরে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. শহীদ হোসেনের নেতৃত্বে এক জামায়াত নেতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিপুর হাইস্কুলের সামনের বাজারে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত মো. জাহের হোসেনকে (৪০) উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। আহত জাহের হোসেন ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আলী আহমেদ খানের ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি।

ঘটনার সূত্রপাত: হাসপাতালে চিকিৎসাধীন জাহের হোসেন জানান, কাশিপুর হাইস্কুল বাজারের ‘মেহেন্দিগঞ্জ ড্রাগস হাউজ’ থেকে সাবেক কাউন্সিলর শহীদ হোসেনের ইজিবাইক চালক হারুন-অর রশিদ দীর্ঘদিন আগে বাকিতে ওষুধ নিয়েছিলেন। কিন্তু দীর্ঘাদিন পার হলেও তিনি সেই টাকা পরিশোধ করছিলেন না।

এ নিয়ে ওষুধের দোকানের মালিক পলাশ ও হারুনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানি পলাশ হারুনকে একটি থাপ্পড় মারেন। বিষয়টি নিয়ে সোমবার সকালে বিএনপি নেতা শহীদ হোসেন তার দলবল নিয়ে বাজার কমিটির ক্যাশিয়ার আলমের সঙ্গে কথা বলতে যান।

হামলার বিবরণ: এ সময় ঘটনাস্থলে উপস্থিত জামায়াত নেতা জাহের হোসেন মন্তব্য করেন, "হারুন বাকি খেয়ে টাকা দেয় না। এখানে উভয়েরই দোষ আছে। তাই ছোট্ট বিষয় নিয়ে মারামারি না করাই ভালো।" জাহের হোসেনের অভিযোগ, এই কথা বলার জেরে তাকে ‘জামায়াতের লোক’ আখ্যা দিয়ে লাঠি দিয়ে দুই দফায় বেধড়ক পেটানো হয়।

তিনি দাবি করেন, হামলায় নেতৃত্ব দিয়েছেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ হোসেন। তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন আব্দুল জলিল, মহিউদ্দিন, রানাসহ আরও ৮-১০ জন।

অভিযুক্তের বক্তব্য: তবে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সাবেক কাউন্সিলর মো. শহীদ হোসেন। তিনি বলেন, "কে বা কারা এ হামলা চালিয়েছে তা আমার জানা নেই। অহেতুকভাবে এ হামলার সঙ্গে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে।"

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি-খালেদা জিয়াসহ যাদের বিজয় উৎসর্গ করলেন জকসুর ভিপি

1

সবাই মিলে একসাথে দেশ গড়ার সময় এসেছে: তারেক রহমান

2

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

3

জমির বিরোধে ভাতিজার লাথিতে চাচা খুন

4

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

5

যাত্রা শুরু করল ‘অ্যাসোসিয়েশন অব ট্রেকিং ট্যুর অপারেটরস বাং

6

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

7

আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে: পাক সেনাপ্রধা

8

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

9

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

10

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

11

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ

12

গিজার ব্যবহারের সময় খরচ নিয়ন্ত্রণের উপায়

13

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

14

ইসি বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, শঙ্কায় প্রার্থীরা

15

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

16

সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপির জরুরি বৈঠক

17

বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় ন

18

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

19

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

20
সর্বশেষ সব খবর