মাহমুদ বিন মারুফ
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

ঢাকা-৭ আসনের বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরান ঢাকার রাজনৈতিক অঙ্গন। যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার নমিনেশন না পাওয়ায় ক্ষুব্ধ তাঁর কর্মী-সমর্থকরা। তাঁরা অভিযোগ করছেন— পুরান ঢাকার ত্যাগী ও নির্যাতিত নেতাদের প্রতি চরম অবমূল্যায়ন করা হয়েছে।

দ্বিতীয় ধাপে ঘোষিত ৩৬টি আসনের তালিকায় ঢাকা-৭ এ ধানের শীষের প্রার্থী হিসেবে নাম এসেছে সাবেক ছাত্রনেতা, দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমানের। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেলে গুলশান কার্যালয়ে এ তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন ঘোষণার পর থেকেই ইসহাক সরকারের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করছেন, যেখানে ইসহাক নিজেও অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপির একাংশের চলছে প্রতিবাদ ও তাঁর প্রতি সংহতির বার্তা।

এদিকে মনোনয়ন না পাওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন ইসহাকের ছেলে ইশফাক সরকার। বৃহস্পতিবার মধ্যরাতে বাবার হ্যান্ডকাপ পরা একটি ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তিনি লেখেন— "দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলেন না। ১৮ বছরে একটা মামলাও খায়নি, একদিন জেলেও যায়নি। এমন লোককে নমিনেশন দিয়েছেন। আর বললেন এটা দলের সিদ্ধান্ত। আমরা জানতে চাই, এই আত্মঘাতী সিদ্ধান্তগুলো কে নেয়?"

বাবাকে নিয়ে ছেলের আবেগঘন স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়। অসংখ্য নেতাকর্মী সেখানে মন্তব্য করে ইসহাক সরকারের প্রতি সমর্থন জানান। শুক্রবার সকালে ইসহাক সরকারও নিজের ভেরিফায়েড আইডিতে স্ট্যাটাসটি শেয়ার করে লেখেন— "আল্লাহ ভরসা।"

এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে ইসহাক সরকার মনোনয়ন ঘোষণা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "বেগম খালেদা জিয়া অসুস্থ, এমন সংকটময় সময়ে বিএনপি সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখেছিল। ঠিক সেই সময় হঠাৎ করে দল থেকে নমিনেশন ঘোষণা করা হয়েছে। নমিনেশন দুইদিন পরেও দেওয়া যেতো, তাহলে কেন এই সংকটময় সময় বেছে নিয়ে নেতাকর্মীদের প্রতি এমন আঘাত দেওয়া হলো?"

তিনি আরও বলেন, "পুরান ঢাকা হচ্ছে আন্দোলন-সংগ্রামের ঐতিহাসিক ঘাঁটি। এ অঞ্চলে যাঁরা বছরের পর বছর মামলায় জর্জরিত, নির্যাতিত, জেল-জুলুম সহ্য করেছেন, তাদের মধ্য থেকেই প্রার্থী চেয়েছিলেন স্থানীয়রা। কিন্তু যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এই এলাকার ভোটারও নন, অথবা পরে হয়েছেন। গত ১৮ বছর আন্দোলনের মাঠে তাকে দেখা যায়নি। তাঁর নামে একটি মামলাও নেই।"

ইসহাক অভিযোগ করেন, যাকে কখনো এলাকায় দেখা যায়নি। তারপরও তাঁকে চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন— "এতে কি আবারও মাইনাস ফর্মুলার ছায়া দেখছি না? নির্যাতিতদের বাদ দিয়ে যাঁরা ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত করে ১৮ বছর ব্যবসা করেছেন, তাঁরাই এবার নমিনেশন পাচ্ছেন। এতে নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।"

মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, "আমরা হাইকমান্ডের কাছে অনুরোধ করছি, অবিলম্বে এই নমিনেশন বাতিল করে পুরান ঢাকার নির্যাতিত পরিবারগুলোর মধ্য থেকে কাউকে প্রার্থী করা হোক।"

এ সময় তারেক রহমানের প্রতিও ইসহাক সরাসরি আবেদন জানান। তিনি বলেন, "আপনি বলেছিলেন তিনটি ক্রাইটেরিয়া— নির্যাতিতদের মধ্যে থেকে প্রার্থী হবে, যারা মাঠে ছিল এবং যারা এলাকায় জনপ্রিয় তাদের মধ্য থেকে প্রার্থী হবে। কিন্তু আমরা দেখলাম তিনটির কোনোটিই মানা হয়নি। তাই জনগণ আমাদের বাধ্য করছে কথা বলতে।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

1

সৌদি আরবের মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে : এ্যানি

2

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

3

ট্রাম্প–মামদানির প্রথম বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা

4

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

5

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

6

গাজীপুরে এনসিপি নেতা হাবিবকে লক্ষ্য করে গুলি

7

‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ শান্তিতে ঘুমাবে’: কটিয়াদীতে শফিকু

8

জাতি শেখ হাসিনার রায়ের অপেক্ষায়: মির্জা ফখরুল

9

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

10

উদ্বেগজনক হারে কমছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী

11

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

12

চরমোনাই পীর-মামুনুলের দলে থাকছে না জামায়াত

13

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

14

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে আমেরিকা-ইসরাইল’

15

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রা

16

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

17

আলাস্কায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

18

শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধে আসছেন তারেক রহমান

19

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

20
সর্বশেষ সব খবর