মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় চাঁদার দাবিতে দেশীয় অস্ত্রধারী একদল চিহ্নিত দুষ্কৃতিকারী ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন: নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা গ্রামের জান্নাতুল হুমায়রা জেমি (২২), বরগুনা মরখালী গ্রামের মো. মাসুম (২৫), মেলান্দহ উপজেলার বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ সানি (২৬), বয়রাডাঙ্গা গ্রামের লিখন আহমেদ সাকিব (২৭) এবং একই গ্রামের মোশারফ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে জান্নাতুল হুমায়রা জেমি ও ইয়াবা ব্যবসায়ী সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী একদল দুষ্কৃতিকারী কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শুনে গ্রামবাসীরা এগিয়ে আসেন এবং দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। এ সময় তিনজন হাতে-নাতে ধরা পড়েন এবং বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ওই তিনজনসহ মোট পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগেও একাধিকবার এই চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।
গ্রীন বায়োটেকনোলজির ম্যানেজার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, "পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে আজ ভোরে পরিকল্পিতভাবে ওই চিহ্নিত সস্ত্রাসীরা রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে কারখানায় হামলা চালিয়েছিল। প্রথমে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে কারখানার গেটেও ভাঙচুর করে। এর আগেও এই দলটিই চাঁদার দাবিতে হামলা চালিয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানটি জামালপুর জেলার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ কিছু দুষ্কৃতিকারীর অব্যাহত সন্ত্রাসে এই শিল্প কারখানা এখন ধ্বংসের হুমকির মুখে।" তিনি দ্রুত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার দাবি জানান এবং বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অস্ত্রধারী একদল চিহ্নিত দুষ্কৃতিকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় হামলার চেষ্টা করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল ও এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছি। আটকের সময় দুষ্কৃতিকারীরা পুলিশের কাছেও বাঁধার সৃষ্টি করেছিল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন