নতুন প্রজন্মের কাগজ -
Social Media Section
-
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদের পরিণতিও হাসিনার মতো হতে পারে: বদিউল

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ভবিষ্যৎ সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হতে পারে।’ তার মতে, এই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে স্বৈরাচারী কাঠামোর বিলোপ ঘটবে এবং গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে এফডিসিতে ‘গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক ছায়া সংসদে বক্তব্য রাখেন ড. বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি, সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. বদিউল বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নিলেও তার রেখে যাওয়া স্বৈরাচারী কাঠামো এখনো বহাল রয়েছে। এই কাঠামোগুলোই তাকে স্বৈরাচারে পরিণত করেছিল। এখন যেহেতু সংস্কারের কাজ চলছে, তাই এই কাঠামোগত পরিবর্তন আনতে হবে। নাহলে কেবল সরকার পরিবর্তনে কোনো সুফল আসবে না।’ তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে কি না, এই সিদ্ধান্ত রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার নেবে। জাতীয় ঐকমত্য কমিশন এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক প্রস্তাব দেবে।’

সুজন সম্পাদক বলেন, ‘গত ১৫ বছরে আমরা দেখেছি ক্ষমতার সঙ্গে দুর্নীতি ও সম্পদ বৃদ্ধির অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য থেকে শুরু করে স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্পদ আকাশচুম্বী হয়েছে। এই দুর্বৃত্তায়ন বন্ধ করতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’ তিনি জোর দিয়ে বলেন, ‘শেখ হাসিনা বিদায় নিলেও তার সময়ের আইন, দমননীতি ও প্রশাসনিক কাঠামো টিকে আছে। এসব পরিবর্তন না হলে গণতন্ত্র কেবল কাগজে-কলমে থাকবে। তাই প্রাতিষ্ঠানিক, আইনি ও কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।’

ড. বদিউল বিশ্বাস প্রকাশ করেন, বর্তমান নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তবে তারা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে। ‘আমরা বিশ্বাস করতে চাই, এই কমিশন জনগণের আস্থা অর্জন করবে,” তিনি বলেন। 

অন্যদিকে, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তার সভাপতির বক্তব্যে বলেন, ‘জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য এখন ‘সিলভার লাইন’ থেকে ‘গোল্ডেন লাইন’-এ পরিণত হয়েছে। দেশের মানুষ অপেক্ষা করছে তাদের ভোটাধিকার ফিরে পেতে।’ 

তিনি আরও বলেন, ‘যারা দিনের ভোট রাতে করেছে, যারা বিনা ভোটে ক্ষমতায় থেকেছে, তাদের হাত থেকে মুক্তি পেতেই আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই নির্বাচনই হবে নতুন সূচনা।’ বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বদিউল আলম মজুমদারের এই বক্তব্য বর্তমান সংস্কার প্রক্রিয়ার প্রতি এক ধরনের সতর্কবার্তা। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে জুলাই সনদের বাস্তবায়নের ওপর, যা না হলে নতুন সরকারও অতীতের মতো একই পরিণতির মুখোমুখি হতে পারে।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনু

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

20